Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ২:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনার টিকা কি এ বছর আসবে? 
Wednesday May 27, 2020 , 4:17 pm
Print this E-mail this

আগামী সেপ্টেম্বর নাগাদ প্রস্তুত হতে পারে তাদের টিকাটি-সারাহ গিলবার্ট

করোনার টিকা কি এ বছর আসবে?


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিশ্বে করোনাভাইরাসের টিকা তৈরিতে অন্তত ১০০ প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে প্রায় এক ডজন প্রতিষ্ঠান মানব দেহে পরীক্ষা সম্পন্ন করেছে, এসেছে সফলতাও। যাদের কেউ কেউ দাবি করেছেন এ বছরই টিকা বাজারে আনা সম্ভব হবে। কিন্তু জাপানের একদল চিকিৎসা বিজ্ঞানী বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, টিকার কার্যকরিতা নিশ্চিত করার পাশাপাশি এটি মানব দেহের জন্য কতটুকু নিরাপদ এবং কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা এসব বিষয় দেখতে হবে। সে কারণেই এসব টিকা এ বছর বাজারে আনা হয়তো সম্ভব হবে না। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজেস এর পরিচালক তাকাজি ওয়াকিতা বলেন, ‘আমার মনে হয় করোনার টিকা সামনের বছরের আগে আসবে না। কখন টিকা আসবে এটি বলাটাও এখন মুশকিল। কারণ শুধু টিকা উদ্ভাবন করলেই হবে না, পাশাপাশি অনেক বিষয় নিশ্চিত করতে হবে।’ বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন, নিরাপদ ও কার্যকর রোগ প্রতিরোধী টিকা উদ্ভাবনে ১২-১৮ মাস সময় লাগতে পারে। এ পর্যন্ত মানবদেহে প্রয়োগ করা টিকাগুলোর মধ্যে এগিয়ে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের টিকাটি।মার্চে যুক্তরাষ্ট্রে ছয়টি বানরের ওপর টিকাটি সফলভাবে প্রয়োগের পর গত ২৩ এপ্রিল দুজন স্বেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করা হয়। পরবর্তীতে প্রায় এক হাজার মানুষকে পরীক্ষামূলক টিকা দেওয়া হয়েছে। নতুন এই গবেষণার ফল দ্রুত পাওয়া যাবে। গবেষক দলের সদস্য অধ্যাপক সারাহ গিলবার্ট জানান, আগামী সেপ্টেম্বর নাগাদ প্রস্তুত হতে পারে তাদের টিকাটি।

সূত্র : কিয়দো নিউজ




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২