Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এনবিআর চেয়ারম্যানের কাছ থেকে সহায়তা পেলেন বরিশালের প্রতিবন্ধী সানাউল 
Monday October 31, 2022 , 2:32 pm
Print this E-mail this

৫০ হাজার টাকা প্রদান করেন জাতীয় রাজস্ব রোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম

এনবিআর চেয়ারম্যানের কাছ থেকে সহায়তা পেলেন বরিশালের প্রতিবন্ধী সানাউল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অবশেষে আর্থিক সহযোগিতা পেলেন বরিশাল মহানগরীর গোরস্থান রোডের শারীরিক প্রতিবন্ধী সানাউল ইসলাম। জাতীয় রাজস্ব রোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম শনিবার বরিশাল সফরকালে সানাউল হককে ৫০ হাজার টাকা প্রদান করেন। এর আগেও বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে সানাউলকে ২০ হাজার টাকার আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে। যে টাকা দিয়ে সানাউল বর্তমানে একটি ফ্লেক্সি লোডের দোকান দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবীকা নিবাহ করছে। তবে স্নাতোকত্তর পাশ সানাউলের দাবী একটি চাকুরী। যা পেলে সে সম্মানজনকভাবে জীবন ধারণ করতে পারবে। সানাউল জানায়, আর্থিক সহযোগীতা পেলে সাময়িক উপকার হলেও সারা জীবনতো এভাবে অপরের অনুদান নিয়ে বেঁচে থাকা যায় না। তার দাবী, স্নাতকোত্তর পাশ সহ হিসাব কার্যে অভিজ্ঞতা থাকায় সরকার যদি তাকে একটি চাকুরীর ব্যবস্থা করে তবে তার পরিবার একটি সম্মানজনক জীবীকা নিয়ে টিকে থাকতে পারবে। প্রথমে সানাউলকে সমাজ সেবা থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। সানাউলের একটি ফ্লেক্সি লোডের একটি দোকান আছে সেখানে ৭০/৮০ হাজার টাকা পুঁজি হিসাবে ব্যবহার করতে পারলে দৈনিক অন্তত ৪/৫’শ টাকা আয় করা সম্ভব। সে অনুযায়ী বরিশালের সাবেক বিভাগীয় কমিশনার ও এনবিআর চেয়ারম্যান সানাউলকে ৫০ হাজার টাকা প্রদান করেন। তিনি সানাউলের বায়োডাটাও নিয়েছেন। তবে যেহেতু সানাউলের সরকারী চাকুরীর বয়স নেই, তাই চেষ্টা করবেন অন্য কোন সেক্টরে চাকুরী প্রদানের। ছোট সময়ে ধান সিদ্ধ করার সময় চুলায় পরে দুটি পা পুড়ে যায় সানাউলের। ফলে তার দুটি পা হাটুর নিচ থেকে কেটে ফেলতে হয়। তারপরও নিজের চেষ্টায়ই স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন সানাউল। তার স্ত্রী ও দুই সন্তানের জনক সানাউলকে নিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকেও সংবাদ প্রকাশিত হয়েছে ইতোপূর্বে।




Archives
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু
Image
ভোলার লালমোহন থেকে ৭ বছর বয়সী অপহৃত শিশু উদ্ধার
Image
নির্বাচিত হলে সদর উপজেলার দশটি বিষয়ে আগে গুরুত্ব পাবে – ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন