|
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের ভেন্যুতে খেলতে আগ্রহী নয় বাংলাদেশ
বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্স : ভেন্যু পরিবর্তনের দাবিতে অনড় বাংলাদেশ
মুক্তখবর খেলাধুলা ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও ভারতের মাটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সংকট আরও ঘনীভূত হয়েছে। মঙ্গলবার আইসিসির সঙ্গে এক জরুরি ভিডিও কনফারেন্সে বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তারা ভারতের ভেন্যুতে খেলতে আগ্রহী নয়। আইসিসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন বোর্ড সভাপতি মো: আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাহাবুদ্দিন হোসেন, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠকে বিসিবি সাফ জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে ভারতে দলের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা রয়েছে। এ কারণে তারা ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার মতো কোনো বিকল্প দেশে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে। আইসিসির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে, বিশ্বকাপের সূচি ইতিমধ্যে চূড়ান্ত এবং ঘোষণা করা হয়ে গেছে। এই পর্যায়ে ভেন্যু পরিবর্তন করা সাংগঠনিকভাবে অত্যন্ত জটিল। এ কারণে তারা বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানায়। তবে বিসিবি এই অনুরোধ গ্রহণ করেনি। বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই এখন বোর্ডের প্রধান অগ্রাধিকার। বিসিবি জানিয়েছে, নিরাপত্তাজনিত এই সংকটের কারণে ভারতের মাটিতে ম্যাচ খেলার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আইসিসির সঙ্গে একটি গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষই একমত পোষণ করেছে। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আইসিসি ও বিসিবির এই বিপরীতমুখী অবস্থান টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ এবং সামগ্রিক আসরের ভবিষ্যৎ নিয়ে এক বড় ধরনের প্রশ্নচিহ্ন তৈরি করেছে।
Post Views: ০
|
|