Current Bangladesh Time
বুধবার জানুয়ারি ৭, ২০২৬ ৯:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের ছয়টি আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ 
Saturday January 3, 2026 , 7:39 pm
Print this E-mail this

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ

বরিশালের ছয়টি আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। দুই দিনের এই যাচাই-বাছাইতে জেলার ছয়টি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দুই দিনের এই বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১০ জনের স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। অপরদিকে বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১০ জনের স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা হলেন-বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী ) আসনে মেহেদী হাসান রাসেল সরদার, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে উপাধ্যক্ষ মাওলানা মো: সিরাজুল ইসলাম, বরিশাল-৪ আসনে মুফতি সৈয়দ এছহাক মো: আবুল খায়ের ও বরিশাল ৫-৬ আসনে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ২ ও ৩ জানুয়ারি বরিশালের সংসদীয় ছয়টি আসনে জমা পড়া মোট ৪৮টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বাছাই শেষে ৩২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বাছাইয়ের শেষ দিনে বরিশাল সংসদীয় ১, ২ ও ৩ আসনের মোট ২৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় অঙ্গীকারনামায় দলীয় প্রধানের স্বাক্ষর না থাকা, ভোটার তালিকায় অসঙ্গতি এবং দলীয় মনোনয়ন না থাকার অভিযোগে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির দুইজন ও একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে আরও দুটি মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। তবে বরিশাল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন এবং এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে দলীয় মনোনয়ন না থাকায় জাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এরআগে শুক্রবার (জানুয়ারি ২) বাছাইয়ের প্রথম দিনে দুইজনের মনোনয়ন বাতিল ও দুইজনের মনোনয়ন স্থগিত করা হয়েছিল। উল্লেখ্য, বরিশালের ছয়টি সংসদীয় আসনে মোট ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও এর মধ্যে ৪৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই শেষে বর্তমানে ৩২টি মনোনয়ন বৈধ রয়েছে।




Archives
Image
ভেনেজুয়েলায় মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের অবজ্ঞা’
Image
ফয়সাল দুবাই নয়, ভারতেই আছে : ডিবিপ্রধান
Image
ভোটারদের সহায়তার টাকায় নির্বাচন করতে চান ব্যারিস্টার ফুয়াদ ও ডা. মনীষা
Image
রাজনৈতিক প্রতিহিংসায় ওসমান হাদিকে হত্যা
Image
আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন