Current Bangladesh Time
বুধবার জানুয়ারি ৭, ২০২৬ ৯:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফেসবুক পোস্টে প্রেমিকাকে দায়ী করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা 
Sunday January 4, 2026 , 5:31 pm
Print this E-mail this

শুভ আসলে আত্মহত্যা করেনি; তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে : ববি শিক্ষার্থী

ফেসবুক পোস্টে প্রেমিকাকে দায়ী করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগী আত্মহত্যা করেছেন। রবিবার (জানুয়ারি ৪) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার বলেন, শুভর মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। কিছুদিন আগেই তাঁর অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। এরপূর্বে রবিবার সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় নিজ বাড়ি থেকে শুভ বৈরাগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর আগে গত পহেলা জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছিলেন শুভ বৈরাগী।

ওই পোস্টে শুভ নিজের ও তাঁর প্রেমিকার পরিচয় এবং ছবি প্রকাশ করে তাঁদের প্রেমের সম্পর্কের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। পাশাপাশি নিজের মৃত্যুর জন্য প্রেমিকা ও তাঁর পরিবারকে দায়ী করেন। ফেসবুক পোস্টে শুভ দাবি করেন, দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে এক তরুণীর সাথে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাতে একদিন তিনি ওই তরুণীর বাড়িতে গেলে পরিবারের কয়েকজন সদস্যর হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। শুভর অভিযোগ, সে সময় তাঁকে মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে একটি মিথ্যা ভিডিও তৈরি করতে বাধ্য করা হয়, যেখানে তাঁকে চুরির অপবাদ স্বীকার করতে হয়েছে। ফলে তাঁর সামাজিক সম্মান ও মানসিক স্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পরেছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। শুভ আরও লিখেছেন, অর্থনৈতিক দুর্বলতার কারণে তাঁর সাথে সম্পর্কটি মেনে নেওয়া হয়নি। এই অপমান, মানসিক নির্যাতন ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ঘটনাই তাঁকে চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। তিনি তাঁর মৃত্যুর জন্য সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি এবং ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে দায়ী করেন। পাশাপাশি আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত শাস্তির দাবি করেছেন। সহপাঠীরা জানিয়েছেন-শুভ বৈরাগী ছিলো অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের। তাঁর আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। বাংলা বিভাগের শিক্ষার্থী জুলকার নাঈম অভিযোগ করে বলেন, শুভ বৈরাগী আসলে আত্মহত্যা করেনি; তাঁকে একপ্রকার আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।




Archives
Image
ভেনেজুয়েলায় মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের অবজ্ঞা’
Image
ফয়সাল দুবাই নয়, ভারতেই আছে : ডিবিপ্রধান
Image
ভোটারদের সহায়তার টাকায় নির্বাচন করতে চান ব্যারিস্টার ফুয়াদ ও ডা. মনীষা
Image
রাজনৈতিক প্রতিহিংসায় ওসমান হাদিকে হত্যা
Image
আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন