Current Bangladesh Time
বুধবার জানুয়ারি ৭, ২০২৬ ৯:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ হাতেনাতে ধরা 
Sunday January 4, 2026 , 8:07 pm
Print this E-mail this

এ ধরণের অনৈতিক কর্মকাণ্ড রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি

বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ হাতেনাতে ধরা


বরিশাল নগরীর নতুল্লাবাদ এলাকার একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে হাতেনাতে আটক করা হয়েছে।রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে বিষয়টি প্রকাশ পায়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নারীটির নাম আঁখি আক্তার (৪৫), অপর নাম লাকি আক্তার। তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শৈলাকর গ্রামের আকন বাড়ির সেকেন্দার আকনের মেয়ে। অপরদিকে পুরুষটির নাম শফিকুল বয়স (৩৫), পেশায় রাজমিস্ত্রি।

তার বাড়ি শিকারপুর সরকারি দেওয়া ঘর গুচ্ছগ্রামের ৫২ নম্বর ঘরে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়েই অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি দেন বলে জানা গেছে। তবে পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আঁখি আক্তার বিবাহিত। তার স্বামীর নাম নজরুল সরদার, বাড়ি পশ্চিম বামরাইল ২ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ি এলাকায়। তার দুই সন্তানের মধ্যে বড় ছেলে মৃত্যুবরণ করেছে এবং ছোট ছেলে একটি মাদ্রাসায় পড়াশোনা করছে। অপরদিকে শফিকুলও বিবাহিত এবং তার দুই ছেলে রয়েছে। মহিলার স্বামীর বাড়ি আশেপাশে খোঁজ নিয়ে দেখা যায় এ মহিলা অনেক উশৃংখল এবং তার একটি বড় চক্র আছে সেখানে আরো অনেক লোকজন দলে প্রায় ৫-৬ জন মিলে তারা লোকদের ফাঁদে ফেলে তারই শিকার শফিকুল দীর্ঘ ৩ মাস ধরে তার বাড়ির কাজ করিয়ে কোন পারিশ্রম না দিয়ে তার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হন আঁখি আক্তার। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এ ধরণের অনৈতিক কর্মকাণ্ড রোধে আবাসিক হোটেলগুলোর নিয়মিত তদারকি জোরদার করা এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।




Archives
Image
ভেনেজুয়েলায় মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের অবজ্ঞা’
Image
ফয়সাল দুবাই নয়, ভারতেই আছে : ডিবিপ্রধান
Image
ভোটারদের সহায়তার টাকায় নির্বাচন করতে চান ব্যারিস্টার ফুয়াদ ও ডা. মনীষা
Image
রাজনৈতিক প্রতিহিংসায় ওসমান হাদিকে হত্যা
Image
আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন