|
শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন
বরিশালে ডাঃ নজরুল ইসলাম ও ডাঃ আমিরুল ইসলামের মায়ের ইন্তেকাল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ও দৈনিক বরিশালের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডাঃ মোঃ নজরুল ইসলাম ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আমিরুল ইসলামের মা খাদিজা বেগম বুধবার (অক্টোবর ২৯) সকাল ১০টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাত্নী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর প্রথম নামাজের জানাজা জোহরবাদ কলেজ রোস্থ জাহানারা ইসরাইল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন-শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ মজিবুর রহমান, ডাঃ শফিকুর ইসলাম রুমেন, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কে এম শহিদুল্লাহ, বরিশাল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল-মামুন,বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, আরিফ মেমোরিয়াল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ফাইজুর রহমান কিশোরসহ ডাক্তারবৃন্দ, রাজনীতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণীর প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। দ্বিতীয় জানাজার নামাজ নোয়াখালীর ২নং রামগঞ্জ ইউনিয়নের নোয়াগাও পাঞ্চায়েতবাড়িতে অনুষ্ঠিত হয়। তারপর মরহুমার স্বামী আরিফ উল্লাহ পাটোয়ারীর কবরের পাশে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে আরিফ মেমোরিয়াল হাসপাতালের ডাক্তার-কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেন। এদিকে দৈনিক বরিশালের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডাঃ মোঃ নজরুল ইসলাম’র মায়ের মৃত্যুতে দৈনিক বরিশালের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ নূরুজ্জামানসহ সাংবাদিক, পত্রিকার কর্মকর্ত-কর্মচারীরা শোক প্রকাশ করেন এবং মরহুমার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্ তা’আলার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শোক আর শ্রদ্ধা।
Post Views: ০
|
|