|
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মেট লাইফের সহযোগিতায়
বরিশালে চারদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে চারদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। ‘আলোকিত মানুষ চাই’-স্লোগানে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র সারাদেশে এ বইমেলা কার্যক্রম পরিচালনা করছে। শুক্রবার (অক্টোবর ১০) বিকেলে বরিশালের ব্রজমোহন বিদ্যালয় (বি এম স্কুল) মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে ভ্রাম্যমাণ এ বইমেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ।তিনি বলেন, আমাদের দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে অনেক আলোকিত মানুষ গড়ে তুলতে হবে।

বই পড়া এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে সেই আলোকিত মানুষ তৈরি করা সম্ভব। এসময় বিশেষ অতিথি ছিলেন-সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, সাইদ পান্থ (বরিশাল ব্যুরো প্রধান, চ্যানেল আই), জমজম নার্সিং কলেজের চেয়ারম্যান সাজ্জাদুল হক এবং সহকারী অধ্যাপক মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ কামরুজ্জামান এবং সঞ্চালনা করেন সুব্রত ঢাকী। উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সহ সমন্বয়কারী সনজিত বিশ্বাস, সজল রায়, গোবিন্দ হালদারসহ অনেকেই। উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত এ মেলা সর্বস্তরের পাঠক ক্রেতার জন্য উম্মুক্ত থাকবে। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশ-বিদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় দশ হাজার বই রয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মেট লাইফের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে সারা দেশের সব বিভাগীয় শহর, জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলা শহরে পর্যায়ক্রমে এ বইমেলা অনুষ্ঠিত হবে।
Post Views: ০
|
|