Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৪, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোরের চেতনা বরিশাল অফিস উদ্বোধন 
Thursday October 2, 2025 , 5:41 pm
Print this E-mail this

বরিশাল ব্যুরো অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ভোরের চেতনা বরিশাল অফিস উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগীয় গণমাধ্যমে নতুন ধারা যোগ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দৈনিক ভোরের চেতনা ও বরিশালের চোখ পত্রিকার বরিশাল ব্যুরো অফিস। বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করাই আমাদের অঙ্গীকার। বরিশাল ব্যুরো অফিস এই লক্ষ্যে সাংবাদিকদের কার্যক্রমকে আরও দৃঢ় করবে।” বিশেষ অতিথির বক্তব্যে ভোরের চেতনা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো: জালাল উদ্দিন জুয়েল বলেন, “আঞ্চলিক সাংবাদিকতা এখন জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভোরের চেতনা’র বরিশাল ব্যুরো চিফ খান আরিফ, বরিশাল জেলা প্রতিনিধি খান বশির, দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক ফয়সাল রাকিব, ভোরের অঙ্গীকার পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক লিটন বাইজিদসহ বরিশালের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, সমস্যা এবং উন্নয়নের দিকগুলো জনসমক্ষে তুলে ধরার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ব্যুরো অফিস অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিকতার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনের মধ্য দিয়ে ভোরের চেতনা ও বরিশালের চোখ পত্রিকার বরিশাল ব্যুরো অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো, যা স্থানীয় সংবাদ পরিবেশনের গুণগত মান বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সবাই আশা প্রকাশ করেন।




Archives
Image
শিগগির আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
Image
এবার মা ইলিশ রক্ষায় পাহারায় বসানো হচ্ছে ড্রোন
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
ভোরের চেতনা বরিশাল অফিস উদ্বোধন