Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে 
Thursday October 2, 2025 , 7:51 pm
Print this E-mail this

মৃত্যুর পেছনের কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ

বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মোনায়েম হোসেন চৌধুরী (৪৫) নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (অক্টোবর ১) রাত ১০টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর গ্রামে নিজ বাড়ির একটি আমগাছের ডাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ব্যক্তিদের হুমকির অভিযোগ উঠেছে। মোনায়েম হোসেন চৌধুরী রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভেতরে অবস্থিত ফুলকুড়ি কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যু এলাকায় রহস্য ও শোকের ছায়া ফেলেছে।মৃত শিক্ষকের ছোট ভাই আবু সায়েম চৌধুরী বলেন, “আমাদের পরিবারের মাথার ওপরের বটবৃক্ষ হারালাম। বিকেল থেকে ভাইকে খুঁজে পাচ্ছিলাম না। সব জায়গায় খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে ভাইয়ের পকেটে থাকা মোবাইলের রিংটোন শুনে আমার ভাগিনা সান ও মুন তাঁকে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় খুঁজে পায়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।” তিনি আরও জানান, “ভাই কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং অস্বাভাবিক আচরণ করছিলেন। আমরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়েছিলাম। তবে বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ফোন নম্বর থেকে হুমকি পাচ্ছিলেন। এমনকি দুই দিন আগে এনজিওকর্মী পরিচয়ে দুই অপরিচিত ব্যক্তি তাঁকে খুঁজতে বাড়িতে এসেছিল।” এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম জানান, “ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহটি সুরতহালের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, এবং মৃত্যুর কারণ নির্ধারণে পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।” পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোনায়েম হোসেন একজন নিবেদিত শিক্ষক ছিলেন এবং তাঁর এমন রহস্যজনক মৃত্যু এলাকার মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ তদন্তের মাধ্যমে এই মৃত্যুর পেছনের কারণ উদঘাটনের চেষ্টা করছে।




Archives
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ