Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল কোতয়ালী মডেল থানা থেকে পালাল মাদক মামলার আসামি 
Monday September 22, 2025 , 10:10 pm
Print this E-mail this

আশপাশের এলাকায় সতর্কতা জারি, স্থানীয়দের সহযোগিতা কামনা পুলিশের

বরিশাল কোতয়ালী মডেল থানা থেকে পালাল মাদক মামলার আসামি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার হাজতখানা থেকে জয় সাহা (৩০) নামে মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়ে গেছেন। রোববার (সেপ্টেম্বর ২১) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশ সোমবার রাত পর্যন্ত বিষয়টি গোপন রাখার চেষ্টা করে। জানা গেছে, রোববার বিকেলে জয় সাহাকে গ্রেফতার করে থানার হাজতে রাখা হয়। রাতের খাবার বিতরণের সময় দায়িত্বপ্রাপ্ত এক কনস্টেবল হাজতের গেট খোলেন। সে সুযোগে জয় সাহা কনস্টেবলকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান।কয়েক স্তরের নিরাপত্তা থাকার পরও হাজতখানা থেকে আসামি পালিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। এতে জনগণের মাঝে নিরাপত্তাহীনতার উদ্বেগ তৈরি হয়েছে। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুমন আইচ বলেন, ‘কনস্টেবলের অসতর্কতার কারণে জয় সাহা পালিয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। শীঘ্রই জয় সাহাকে আটক করা হবে।’ এই ঘটনায় হাজতখানার নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি তদারকির ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে পুলিশ।




Archives
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
Image
পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হওয়ার আহ্বান, জাতিসংঘে ড. ইউনূস