Current Bangladesh Time
শনিবার আগস্ট ৩০, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জামাইকে চড় দেওয়ায় শ্বশুরকে হত্যা, লাশ ফেলে দেন খালে 
Saturday August 23, 2025 , 10:10 pm
Print this E-mail this

স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ায় কৃষ্ণ বাড়ৈকে আদালতে প্রেরণ

জামাইকে চড় দেওয়ায় শ্বশুরকে হত্যা, লাশ ফেলে দেন খালে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চড় দেওয়ায় শ্বশুরকে হত্যার পর খালে লাশ ফেলে গুমের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (আগস্ট ২৩) আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে উপজেলার আহুতি বাটরা গ্রামের একটি নির্জন এলাকার খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন। নিহত অখিল হালদার (৫০) উপজেলার রামানন্দের আক গ্রামের বাসিন্দা মণিমোহন হালদারের ছেলে এবং পেশায় গরুর দুধ বিক্রেতা ছিলেন। বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর মেয়ে জামাতা কৃষ্ণ বাড়ৈ (২৫) উপজেলার বাকাই গ্রামের কানাই বাড়ৈর ছেলে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম বলেন, বুধবার শ্বশুর অখিল হালদারের সঙ্গে ভ্যান কিনতে গিয়েছিলেন জামাই কৃষ্ণ বাড়ৈ। কিন্তু ভ্যান বিক্রেতা ফোন না ধরায় সেটা কেনা হয়নি। সেদিন রাতে অখিল হালদার বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজা শুরু হয়। বিষয়টি কৃষ্ণ বাড়ৈকে জানিয়ে তাকে শ্বশুরবাড়িতে আসতে বললেও তিনি আসেননি। পরের দিন তিনি শ্বশুরবাড়িতে গেলেও তার অসংলগ্ন কথাবার্তায় সবার সন্দেহ হয়। পরে অখিলের স্ত্রী বিউটি হালদার থানায় জিডি করলে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিকতর তদন্ত শুরু করে। এ সময় নিখোঁজের আগে অখিল ও জামাতা কৃষ্ণ বাড়ৈর ফোনের অবস্থান একই স্থানে দেখতে পায় পুলিশ। এছাড়া ডাসার থানার পাথুরিয়ারপাড় এলাকার একটি দোকানের সিসিটিভি ফুটেজে কৃষ্ণ বাড়ৈকে শ্বশুরের দুধের কলসসহ ভ্যান চালিয়ে মাদারীপুরের দিকে যেতে দেখা যায়। পরে কৃষ্ণ বাড়ৈকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শ্বশুরকে হত্যার কথা স্বীকার করেন। কৃষ্ণ বাড়ৈ পুলিশকে বলেন, ফেরার পথে শ্বশুরের সঙ্গে তার তর্ক হয়। এ সময় শ্বশুর তাকে চড় দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে শ্বশুরকে চড় দেন এবং তাঁর বুকের উপর উঠে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে শ্বশুরের মরদেহ আহুতি বাটরা গ্রামের কচুরিপানা ভরা খালে ফেলে দেন। এছাড়া শ্বশুরের দুধের কলস ও ভ্যান নিয়ে মাদারীপুর বিক্রি করেন বলেও পুলিশকে জানান কৃষ্ণ বাড়ৈ। পরে তার দেখানো স্থান থেকে অখিল হালদারের অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় প্রথমে জিডি ও পরে থানায় মামলা করেছেন অখিলের স্ত্রী বিউটি হালদার। স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার জন্য কৃষ্ণ বাড়ৈকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মাদারীপুরে বিক্রি করা ভ্যানও উদ্ধার করা হয়েছে।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী