Current Bangladesh Time
শনিবার আগস্ট ৩০, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায় 
Friday August 22, 2025 , 7:01 pm
Print this E-mail this

তাঁর পরিবার শনাক্ত করলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ মিলেছে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বাসায় মোবাইল ফোন ও ট্যাব রেখে বের হওয়ার পর থেকে আর তাঁর খোঁজ পাচ্ছিল না পরিবার। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের কলাগাছিয়া এলাকার নদীতে তাঁর লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ লাশটি উদ্ধার করে। কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) সালেহ আহমেদ পাঠান বলেন, আমরা মরদেহটি উদ্ধার করেছি। উদ্ধার করার পরে সবাই বলছেন, এটি সেই নিখোঁজ সাংবাদিক সাহেবের লাশ। তবে আমরা তাঁর কাছে তেমন কোনো আইডি কার্ড (পরিচয়পত্র) পাইনি। মরদেহটির পরিচয় শনাক্ত করার জন্য তাঁর পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, মেঘনা নদীতে একটি মরদেহ পাওয়া গেছে। আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি এটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। তাঁর পরিবার শনাক্ত করলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নৌ-পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, লাশ বর্তমানে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে আছে। আমরা সাংবাদিক সাহেবের পরিবারকে আসতে বলেছি। তারা পরিচয় শনাক্ত করলে আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো। লাশের সঙ্গে সাংবাদিক বিভুরঞ্জনের চেহারার মিল পাওয়া গেছে। দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক বিভুরঞ্জন সরকার গত ১৬ আগস্ট থেকে ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার সকালে মোবাইল ফোন ও ট্যাব বাসায় রেখে বের হন তিনি। এরপর আর ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। রাতে ছেলে ঋত সরকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিভুরঞ্জন সরকারের ভাই চিররঞ্জন সরকার বৃহস্পতিবার রাতে ফেসবুকে লেখেন, ‌আমার দাদা সাংবাদিক বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকাল ১০টায় অন্যান্য দিনের মতো অফিস (আজকের পত্রিকা) যাবেন বলে বাসা থেকে বের হন। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি অফিসে যাননি। পরিচিত পরিমণ্ডলের কোথাও যাননি। আজ কেউ তাঁকে দেখেননি। রাত ১টা পর্যন্ত বাসায় ফেরেননি তিনি।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী