Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৪, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাংবাদিকদের জানতে ও পড়তে হবে : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান 
Sunday May 18, 2025 , 6:27 pm
Print this E-mail this

সাংবাদিকদের মূল কাজ হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন

সাংবাদিকদের জানতে ও পড়তে হবে : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমের অপসংবাদিকতা প্রতিরোধ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (মে ১৮) সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউস কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। তিনি বলেন, সাংবাদিকদের মূল কাজ হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। যারা এই পেশায় সঙ্গে রয়েছেন তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গায় থেকে কাজ করতে হবে। একজন সাংবাদিকের যে অনেক ডিগ্রি থাকতে হবে তা না, সাংবাদিকদের জানতে হবে, পড়তে হবে। জানতে হলে এখন গুগলে গিয়েও পড়া যায়। আমরা সাংবাদিকতা সুরক্ষা আইন করার চেষ্টা করছি। এটা মনে করছি দ্রুত হয়ে যাবে। আইনজীবীদের মতো সাংবাদিকদের সনদের আওতায় আনা হবে। এ নিয়েও কাজ চলছে। তিনি অপসংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর জোর দেন এবং প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর প্রয়োগ ও তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো: আব্দুস সবুর, তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি মেনে সংবাদ প্রচারের গুরুত্ব তুলে ধরেন। কর্মশালার স্বাগত বক্তব্য রাখেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোসা. আফরোজা নাইস লিমা। প্রশিক্ষণ কর্মশালার শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।




Archives
Image
শিগগির আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
Image
এবার মা ইলিশ রক্ষায় পাহারায় বসানো হচ্ছে ড্রোন
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
ভোরের চেতনা বরিশাল অফিস উদ্বোধন