Current Bangladesh Time
সোমবার ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে : ববির অন্তর্বর্তী উপাচার্য 
Thursday May 15, 2025 , 4:27 pm
Print this E-mail this

আন্দোলনের মুখে উপাচার্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয় প্রফেসর ড. শুচিতা শরমিনকে

ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে : ববির অন্তর্বর্তী উপাচার্য


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে বলে ঘোষণা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তর্বর্তী উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। বৃহস্পতিবার (মে ১৫) দুপুরে বিশ্ববিদ্যালয় যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন তিনি। এর আগে দুপুর দুইটায় সড়ক পথে তিনি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের একটি অংশ তাকে স্বাগত জানায়। তার উপস্থিতিতেই বন্ধ থাকা প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়ে তাকে ভেতরে প্রবেশ করানো হয়। পরে তিনি তার কার্যালয়ে গিয়ে বসেন। শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ভাইস চ্যান্সেলর নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পাওয়া ড. মোহাম্মদ তৌফিক আলম জানান, এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। তার চেষ্টা থাকবে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা করা। পাশাপাশি শিক্ষার্থীদের বিরুদ্ধে যেসব আইনি জটিলতা সৃষ্টি হয়েছে সেগুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন। এছাড়া ফ্যাসিস্ট সরকারের দোসর যারা তাদের বিষয়ে তিনি খোঁজখবর নেবেন বলে জানান। এক্ষেত্রে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। পরে ছাত্র প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন। গত ১৩ মে রাতে আন্দোলনের মুখে উপাচার্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয় প্রফেসর ড. শুচিতা শরমিনকে। একই সঙ্গে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে।




Archives
Image
অবরুদ্ধ তাইওয়ান, ব্যাপক আকারে সামরিক মহড়া চালাচ্ছে চীন
Image
হাদি হত্যায় ৫ বাংলাদেশি আটক পশ্চিমবঙ্গে? জবাব দিল রাজ্য পুলিশ
Image
ডিএমপি পুলিশের সূত্রের ভিত্তিতে জানানো হয়েছে, মেঘালয়ে দু’জন আটক
Image
কুয়াকাটায় কোম্পানির অফিসে অগ্নিসংযোগ!
Image
বরিশাল-ঢাকা রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ