Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, আহত ৪ 
Tuesday May 6, 2025 , 3:19 pm
Print this E-mail this

শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন

বরিশাল নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, আহত ৪


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (মে ৬) সকাল সাড়ে ৮টা থেকে কলেজের গেট বন্ধ করে এই কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তারা। ওইসময় ধাক্কাধাক্কিতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে সুমাইয়াসহ দুই শিক্ষার্থীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছিলেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবি জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটরা তাদের কর্মসূচিতে বাধা দেন এবং গায়ে হাত তোলেন এবং এতে শিক্ষার্থীরা আহত হয় বলে অভিযোগ করেন তারা। অন্যদিকে শিক্ষকদের অভিযোগ, তারা কলেজে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এতে একজন শিক্ষকের সঙ্গে লাঞ্ছিতের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন শিক্ষকরা। এ ঘটনায় বরিশাল নার্সিং কলেজের সামনে উত্তল অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ হোসনেয়ারা আক্তার জানায়, শিক্ষার্থীদের সামনে পরীক্ষা থাকায় তারা অফিস রুমে ঢুকতে চাইলে শিক্ষার্থীরা ধাক্কা দিয়ে শিক্ষকদের ফেলে দেন।




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা