|
শিক্ষার্থীরা বলেন, নারীদের নিরাপত্তা ও অধিকার চাই, আমরা স্বাধীনভাবে চলতে ও বাঁচতে চাই
বরিশালে বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সারা দেশে চলমান ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (মার্চ ১০) বেলা সাড়ে ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যানারে প্রশাসনিক ভবন-১’র নিচতলায় এ প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন। একইদিনে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও অন্য সংগঠন একই দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন বলেন, সারা দেশে ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের মতো ঘটনা ঘটছে, যেগুলো বন্ধ হওয়া উচিত। ধর্ষক ও নিপীড়কদের উপযুক্ত বিচার করতে হবে। এ ব্যাপারে বাংলাদেশের মানুষ একমত। অপরাধী যেই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নারীরা যাতে ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও সহিংসতার শিকার না হতে হয় সে জন্য যা করা দরকার সরকারকে করতে হবে। শিক্ষার্থীরা বলেন, নারীরা কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছে। মেয়েরা কি শুধু ভোগ্যপণ্য? নারীরা আজ কোথাও নিরাপদ নেই। আমরা নারীদের নিরাপত্তা ও অধিকার চাই। আমরা স্বাধীনভাবে চলতে ও বাঁচতে চাই। এমন একটি নিরাপদ সমাজ চাই যেখানে সমাজে নারী-পুরুষ সবার সমান অধিকার থাকবে। ধর্ষক ও নিপীড়কদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির দাবির কথাও জানান তারা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উপমা দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন-ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর কায়ছার,খাদিজা আক্তার মুক্তি, লোকপ্রশাসন বিভাগের ইসরান জাহান লিজা, পদার্থবিজ্ঞান বিভাগের রহিমা নাসরিন ও লোকপ্রশাস বিভাগের মেহেদী হাসান সোহাগ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর,সহকারী প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

অপরদিকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বরিশাল জুড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল ও সচেতন মহল। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ধর্ষকদের বিচার দ্রুত সময়ে কার্যকরের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বরিশালের বেশ কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। এ দিকে সকালে সরকারি বিএম কলেজ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও মানববন্ধন করেছেন। একই সময় মানববন্ধন করে কলেজ দুটির ছাত্রদল নেতারাও। পরে তারা বিক্ষোভ মিছিল করেন। একই সময়ে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’।মানববন্ধনগুলোতে বক্তারা বলেন, দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে ধর্ষণ, খুন, রাহাজানি বৃদ্ধি পেয়েছে। আছিয়ার ধর্ষণকারীকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। এছাড়া ‘মব জাস্টিস’ নামে চলমান অস্থিতিশীল পরিবেশ রোধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
Post Views: ০
|
|