Current Bangladesh Time
শুক্রবার জানুয়ারি ২, ২০২৬ ৮:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের জয়ন্তী নদী থেকে যুবলীগ নেতাসহ ৫ ডাকাত আটক 
Monday March 10, 2025 , 7:21 pm
Print this E-mail this

ইটভাটা থেকে পন্টুন ও ভেকু ডাকাতি, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান

বরিশালের জয়ন্তী নদী থেকে যুবলীগ নেতাসহ ৫ ডাকাত আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভেকুবোঝাই পন্টুন ডাকাতির চেষ্টাকালে বরিশালের মুলাদীর জয়ন্তী নদী থেকে পাঁচ ডাকাতকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। আটকদের মধ্যে একজন বরিশাল নগর ওয়ার্ড যুবলীগ নেতা রয়েছেন। আটকদের কাছ থেকে একটি ভেকু ও পন্টুন, একটি শর্টগান, একটি চায়নিজ রাইফেল, কাতুর্জ ১৭টি, রাইফেলের গুলি পাঁচটি, রিভলবারের গুলি ১৬টি, ম্যাগাজিন দুইটি, গজারি কাঠের লাঠি তিনটি, একটি হকিস্টিক, রামদা দুইটি ও ছুরি দুইটি উদ্ধার করা হয়েছে। সোমবার (মার্চ ১০) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বরিশালের নাজিরপুর নৌ-পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম। এর আগে সকালে মুলাদীর চরকালেখান ইউনিয়নের বানীমর্দন এলাকা থেকে ওই ৫ ডাকাতকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুরের বাসিন্দা আজাহার মুন্সির ছেলে ও ওয়ার্ড যুবলীগ নেতা মহিউদ্দীন ওরফে রাইফেল মহিউদ্দীন (৩৮), নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে হাবিব (২৩), বরিশালের গৌরনদীর সরিকল ইউনিয়নের ইদ্রিস ফকির (৫৫), বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গির নগর ইউনিয়নের চরফতেহপুর গ্রামের মৃত মালেক আকনের ছেলে ফিরোজ আকন (৪২) এবং আগরপুর ইউনিয়নের নতুন চরজাহাপুর গ্রামের ফরিদ বেপারীর ছেলে সায়েম বেপারী (২২)। এর মধ্যে মহিউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে অন্তত এক ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুলাদীর নৌ-পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ৮ মার্চ বিকেলে অস্ত্রের মুখে জিম্মি করে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলমের ইটভাটা থেকে পন্টুন ও ভেকু ডাকাতি হয়। ওই ভেকু ও পন্টুন জয়ন্তী নদীর মাদারীপুরের কালিকিনি উপজেলার নুর মোহাম্মদ মোল্লার ইটভাটায় এলাকায় নিয়ে রাখে। পরে ডাকাতি করা ভেকু ও পন্টুনসহ দুটি ট্রলারযোগে ২০-২২ ডাকাত বাবুগঞ্জের দিকে পালাচ্ছিল। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করেছে। এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, সকালে নৌ-পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ওই ৫ ডাকাতকে কিছু অস্ত্রসহ আটক করে। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী গোটা দিন চরকালেখান এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে আরও কিছু অস্ত্র উদ্ধার করে। এর মধ্যে দুটি দেশীয় পিস্তল, ম্যাগাজিন, ৩৭ রাউন্ড গুলি ও বেশ কিছু রামদা, চাপাতি, ড্যাগার রয়েছে। এ ঘটনায় পুলিশ ও ভেকু মালিক বাদী হয়ে মামলা করার প্রস্তুতি চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।




Archives
Image
বিএনপি থেকে রুমিন ফারহানা বহিষ্কৃত
Image
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া
Image
বরিশালে কোস্ট গার্ডের অভিযান : গ্রেফতার ২০ ও ৫৭টি ড্রেজার জব্দ
Image
খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
Image
খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী