Current Bangladesh Time
শনিবার আগস্ট ৩০, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অসুস্থ আমজাদ হোসেন’র চিকিৎসার সকল ব্যয় বহন করছেন প্রধানমন্ত্রী 
Sunday November 25, 2018 , 12:36 pm
Print this E-mail this

দেখতে হাসপাতালে এসেছিলেন চলচ্চিত্রের ‘তিন কন্যা’ খ্যাত সুচন্দা-ববিতা-চম্পা

অসুস্থ আমজাদ হোসেন’র চিকিৎসার সকল ব্যয় বহন করছেন প্রধানমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারাত্মকভাবে অসুস্থ প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য আজ (রবিবার) থাইল্যান্ড নিয়ে যাওয়া হচ্ছে। একুশে পদক বিজয়ী এই নির্মাতার উন্নত চিকিৎসার সকল ব্যয় বহন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার জন্য ২০ লাখ টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী, এ তথ্য নিশ্চিত করেছেন তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। এ প্রসঙ্গে আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান জানান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদুল আলম বিদেশে আমজাদ হোসেনের সব চিকিৎসা ব্যয় বহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত তাদের জানিয়েছেন। আরমান বলেন, তাদের পরিবার উন্নত চিকিৎসার জন্য আমজাদ হোসেনকে আজ একটি এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমজাদ হোসেন গত ১৮ নভেম্বর রাজধানীতে তার বাসস্থানে স্ট্রোক করেন। বর্তমানে তিনি তেজগাঁও ইম্পালস হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে প্রিয় এই মানুষটিকে দেখতে এসেছিলেন চলচ্চিত্রের ‘তিন কন্যা’ খ্যাত ববিতা, সুচন্দা ও চিত্রনায়িকা চম্পা। বুধবার বিকেলে তিন বোন আমজাদ হোসেনকে দেখতে আসেন তেজগাঁয়ের ইমপালস হাসপাতালে। আমজাদ হোসেনের দুই ছেলের কাছে তার খোঁজ খবর নেন।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী