Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ছাত্রদের এক দফা, যা বলছে বিশ্বমিডিয়া 
Sunday August 4, 2024 , 4:41 pm
Print this E-mail this

রোববার সারাদেশে চলছে অসহযোগ আন্দোলন

ছাত্রদের এক দফা, যা বলছে বিশ্বমিডিয়া


মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করেছে। তাদের ডাকে রোববার সারাদেশে চলছে অসহযোগ আন্দোলন। এদিন দেশব্যাপী কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। দু’পক্ষের মধ্যে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া গেছে। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসনও।

এসব খবর গুরত্বসহকারে প্রচার করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, বাংলাদেশ প্রটেস্টারস রিটার্ন টু দ্য স্ট্রিটস টু ডিমান্ড পিএম’স রিমুভাল (প্রধানমন্ত্রীর অপসারণ দাবিতে ফের রাস্তায় বাংলাদেশের আন্দোলনকারীরা)। বিবিসির প্রতিবেদনে শিরোনাম বলছে, বাংলাদেশ প্রটেস্টস টার্ন ডেডলি অ্যাজ রাইভাল অ্যাক্টিভিস্টস হোল্ড মার্চেস (প্রাণঘাতী হয়ে উঠেছে বাংলাদেশের আন্দোলন, প্রতিদ্বন্দ্বীদের মিছিল)। জার্মান সম্প্রচারমাধ্যম ডয়েচে ভেলের ছোট্ট শিরোনাম, ডেমনস্ট্রেটরস ইন বাংলাদেশ কল অন পিএম টু রিজাইন (প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিক্ষোভকারীরা)। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের খবরের শিরোনাম, বাংলাদেশ অর্ডারস মোবাইল ইন্টারনেট শাটডাউন টু কুয়েল প্রটেস্টস (বিক্ষোভ দমনে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ)। কানাডীয় সংবাদমাধ্যম টরন্টো স্টারের খবরে বলা হয়েছে, ভায়োলেন্স ইন বাংলাদেশ লিভস ৮ পিপল ডেড, হান্ড্রেডস ইনজুরড অ্যাজ প্রটেস্টস কন্টিনিউ (বাংলাদেশে সহিংসতায় আটজন নিহত আহত কয়েকশ, বিক্ষোভ অব্যাহত)। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ’র খবরে বলা হয়েছে, বাংলাদেশ প্রটেস্টরস ডিমান্ড পিএম রিজাইন, আর্মি স্ট্যান্ডস ‘বাই দ্য পিপল’ (প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি বাংলাদেশের বিক্ষোভকারীদের, ‘জনগণের পাশে’ থাকবে সেনাবাহিনী)। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের শিরোনাম, বাংলাদেশ ইন শ্যাম্বলস: প্রটেস্টারস ডিমান্ড পিএম হাসিনা’স রেজিগনেশন অ্যাজ ডেথ টোল ইন ফ্রেশ ক্ল্যাশেস রাইজেস (টালমাটাল বাংলাদেশ: নতুন করে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা)। ইন্ডিয়া টিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশ: অ্যাট লিস্ট টু কিলড, ওভার ৩০ ইনজুরড ইন ফ্রেশ ক্ল্যাশেস বিটউইন প্রটেস্টারস, আওয়ামী লীগ সাপোর্টারস (বাংলাদেশ: বিক্ষোভকারী ও আওয়ামী লীগ সমর্থকদের নতুন সংঘর্ষে অন্তত দুজন নিহত, আহত ৩০)। ভারতের আরেক সংবাদমাধ্যম উইঅনের শিরোনাম, বাংলাদেশ রিটার্নস টু বয়েল অ্যাজ প্রটেস্টারস ডিমান্ড পিএম হাসিনা’স রেজিগনেশন; ২ কিলড উন ফ্রেশ ক্ল্যাশেস (বাংলাদেশে ফের উত্তেজনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা; নতুন সংঘর্ষে ২ জন নিহত)। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, বাংলাদেশ পিএম কলস ইমার্জেন্সি মিটিং উইথ ভার্সিটি হেডস অ্যাজ স্টুডেন্ট লিডারস রিফিউজ কল ফর ডায়ালগ (সংলাপের আহ্বান প্রত্যাখ্যান ছাত্রনেতাদের, বিশ্ববিদ্যালয়প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী)। এনডিটিভির খবরের শিরোনাম, বাংলাদেশ স্টুডেন্টস স্টেপ আপ প্রটেস্টস টু প্রেস পিএম শেখ হাসিনা’র রেজিগনেশন (প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা)। থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের খবর, ৭ কিলড ইন বাংলাদেশ ক্ল্যাশেস অ্যাজ প্রটেস্টারস পুশ ফর পিএম টু রিজাইন (বাংলাদেশে সংঘর্ষে নিহত ৭, প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য চাপ বিক্ষোভকারীদের)।




Archives
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
Image
পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হওয়ার আহ্বান, জাতিসংঘে ড. ইউনূস