Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি 
Saturday January 20, 2024 , 10:39 pm
Print this E-mail this

তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগিতায় পুলিশের ফয়সালকে শনাক্ত

পিরোজপুরে হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরে মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্বর থেকে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি করে নিয়ে যান ফয়সাল শেখ (৩২) নামে এক যুবক। পরে পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে মোটরসাইকেলসহ ফয়সালকে গ্রেফতার করেছে। ফয়সাল সদর উপজেলার কুমারখালী এলাকার ফারুখ শেখের ছেলে। শনিবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান। পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার পিরোজপুর আদালতে একাধিক মাদক মামলার আসামি ফয়সাল শেখ হাজিরা দিয়ে ফেরার পথে আদালতে কর্মরত পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যান। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগিতায় ফয়সালকে শনাক্ত করে। এরপর পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে সদর উপজেলার মূলগ্রাম এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে। এ সময় পুলিশ সুপার আরও জানান, ফয়সাল একজন পেশাদার অপরাধী, একাধিক চুরি ও মাদক মামলার আসামি। এ পর্যন্ত পিরোজপুর সদর থানায় ফয়সালের নামে দুটি চুরি এবং তিনটি মাদক মামলা রয়েছে।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: মুকিত হাসান খান প্রমুখ।




Archives
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ