Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের নাজিরপুরে নৌকার কর্মীকে গণধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা 
Saturday December 30, 2023 , 6:10 pm
Print this E-mail this

বিষয়টি কারও কাছে বললে অভিযুক্তরা তার স্বামীসহ পরিবারের সকলকে হত্যার হুমকি দেন

পিরোজপুরের নাজিরপুরে নৌকার কর্মীকে গণধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নাজিরপুরে এক নৌকার কর্মীকে (৩০) গণধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। শনিবার (ডিসেম্বর ৩০) নাজিরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূ। ঘটনাটি গতকাল শুক্রবার রাতে উপজেলার দীর্ঘা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব ছৈলাবুনিয়া গ্রামের নাগাসি পাড়া এলাকায়। ভুক্তভোগী ওই নারীর বাড়ি ওই একই এলাকায়। ভুক্তভোগী ওই নারী জানান, ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তিনি নৌকার প্রার্থী শ. ম রেজাউলের নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার সময় একই এলাকার নাগাসিপাড়ার কদম আলীর বাড়ির সামনে থেকে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের (ঈগল প্রতীক) কর্মী দক্ষিণ ছৈলাবুনিয়া গ্রামের উজ্জল হালদার (৩৮) ও একই এলাকার পংকজ বেপারীসহ ৪ থেকে ৫ জন তাকে জোর করে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকারে এক যুবক এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। বিষয়টি কারও কাছে বললে অভিযুক্তরা তার স্বামীসহ পরিবারের সকলকে হত্যার হুমকি দেন। অভিযুক্তরা পিরোজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কর্মী। নাজিরপুর থানার ওসি মো: শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শনিবার দুপুরে অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনে নৌকা প্রতীকের এমপি প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি একেএমএ আউয়াল।




Archives
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ