Current Bangladesh Time
সোমবার জুলাই ৭, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জাদুশিল্পীদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস প্রতিমন্ত্রীর 
Sunday July 9, 2023 , 10:25 am
Print this E-mail this

শিল্পকলা একাডেমিতে জাদুশিল্পীদের জন্য হল বরাদ্দের আশ্বাস

জাদুশিল্পীদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস প্রতিমন্ত্রীর


মুক্তখবর বিনোদন ডেস্ক : জাদুশিল্পীদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শনিবার (জুলাই ৮) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ম্যাজিক ফেডারেশন আয়োজিত ‘জাতীয় জাদু উৎসব ২০২৩’ উপলক্ষে আলোচনা সভা ও জাদু প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। জাদুশিল্পী মো: মোয়াজ্জেম হোসেন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ নাছির উদ্দিন।

জাদুশিল্পী আলীরাজ

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ‘জাতীয় জাদু উৎসব ২০২৩’ উদযাপন কমিটির আহ্বায়ক ও জাদু ফেডারেশনের উপদেষ্টা রবিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ‘জাতীয় জাদু উৎসব ২০২৩’ উদযাপন কমিটির সদস্য সচিব শিকদার আবদুস সালাম। প্রতিমন্ত্রী খালিদ বলেন, বাৎসরিক ক্যালেন্ডার তৈরি পূর্বক হল বরাদ্দ প্রদান কমিটির অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাদুশিল্পীদের জন্য হল বরাদ্দ দেওয়া হবে। তাছাড়া তিনি বিদেশে শিল্পী প্রেরণের ক্ষেত্রে সুযোগ ও চাহিদা মোতাবেক জাদুশিল্পীদের বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, জাদু একটি অসাধারণ শিল্প যার বিশেষ সম্মোহনী ক্ষমতা রয়েছে। জাদুশিল্পীদের সাবলীল ও নান্দনিক উপস্থাপনা এটিকে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশব্যাপী আয়োজিতব্য উপজেলা সাহিত্যমেলায় জাদু প্রদর্শনীর ব্যবস্থা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে দেশব্যাপী ৬৪ জেলায় সাহিত্যমেলার আয়োজন করেছে। তিনি সাহিত্যমেলাকে তৃণমূল তথা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে নির্দেশনা দেন। এরই অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চলতি মাসের মধ্যে উপজেলা সাহিত্যমেলা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে। ম্যাজিক ফেডারেশনের দাবির পরিপ্রেক্ষিতে দেশব্যাপী আয়োজিতব্য উপজেলা সাহিত্যমেলায় জাদু প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। তবে এক্ষেত্রে ম্যাজিক ফেডারেশনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাদু উৎসবে সরকারের পৃষ্ঠপোষকতা এবং জাদুশিল্পের পুনর্জাগরণে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।

জাদুশিল্পী ফখরুল ইসলাম শিপুরাজ

দেশের প্রায় ২০০ ম্যাজিশিয়ান ‘জাতীয় জাদু উৎসব ২০২৩’-এ অংশগ্রহণ করেন। প্রথম বেলায় প্রায় ৪০ জন জাদুশিল্পী চমকপ্রদ জাদু প্রদর্শন করেন। বিকেলে আলোচনা সভা এবং সন্ধ্যায় ‘গ্রান্ড গালা ম্যাজিক শো’তে বাছাইকৃত ৮ জন জাদুশিল্পী মনোমুগ্ধকর জাদু প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মোহিত করেন।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা