|
বরাদ্দ পেলে বাঁধগুলো সংস্কার করা হবে-নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, পিরোজপুর
পিরোজপুরের নদীর পাড়ের বাসিন্দারা সাহায্য চান না, চান শক্ত বেড়িবাঁধ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উপকূলীয় জেলা পিরোজপুরের তিন দিক দিয়ে বয়ে গেছে বলেশ্বর, সন্ধ্যা ও কচাঁ নদী। যার কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ বারবার আঘাত হানে এখানে। এরই মধ্যে নানা দুর্যোগে ক্ষতিগ্রস্থ হয়েছে এ জেলার শহররক্ষা বাঁধ। এখন সামান্য জোয়ার এলেই আতঙ্কিত হয়ে পড়ে মঠবাড়িয়া ভান্ডারিয়া ও ইন্দুরকানি উপজেলা নদীপাড়ার মানুষরা। একাধিক এলাকায় বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে, গ্রামগুলো ভারী বর্ষণ পানি বা সাধারণ বন্যায় তলিয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। সুইচগেইটগুলোও সচল না যার ফলে সাধারণ জোয়ারের পানিতেই তলিয়ে যায় ফসলি জমি। স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, ‘জোয়ারের পানিতে মোর ঘরের পোতা এক্কালে তলাইয়া গেছে, জোয়ারের পানিতে আমার ঘরের ভিটা ডুবে গেছে, চুলাও নাই। গাঙ্গের পাশে বান না থাহায় পানিতে সব লইয়া যায়, বাঁধ না থাকায় পানিতে সব ভেসে যায়। মোরা কোনো সাহায্য চাই না, চাই শক্ত বেড়িবাঁধ, আমরা কোনো সাহায্য চাই না, চাই শুধু একটা বাঁধ চাই। টগড়া গ্রামের মোস্তাফিজুর রহমান বলেন, জোয়ারের পানিতে আমাগো রাস্তাঘাট একেবারে তলিয়ে যায়। এতে করে ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। আমাদের থাকতে হয় ঘরবন্দী। কৃষক আরিফুল ইসলাম বলেন, আমি কৃষিকাজ করি জীবিকা নির্বাহ করি। আমাদের সুইচগেইটগুলো ভালো না থাকায় জোয়ারের পানিতে ফসল তলিয়ে যায়। এতে অনেক লোকসানে পড়তে হয়। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুব মাওলা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, দুর্যোগ থেকে রক্ষায় ৩৪৯ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। বাকি জায়গার জন্য প্রতিবেদন পাঠিয়ে দিয়েছি। বরাদ্দ পেলে পরবর্তী বাঁধগুলো সংস্কার করা হবে।
Post Views: ০
|
|