মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের স্বরূপকাঠিতে ৭ম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মো: আবদুল্লাহ শেখ ওরফে আলফাজকে (২০) গ্রেপ্তার করে বুধবার (জুন ২১) আদালতে পাঠিয়েছে পুলিশ। ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদী হয়ে আলফাজকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা সুত্রে জানা গেছে, পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলার গাওখালী গ্রামের বেল্লাল হোসেন শেখের ছেলে আলফাজ কাজ করার সুবাদে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নে বসবাস করতেন।ভুক্তভোগী ওই ছাত্রীর বাসা একই এলাকায় হওয়ায় ছাত্রীটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে আলফাজ তার সাথে সম্পর্ক গড়ে তোলেন। সোমবার দিবাগত রাতে ওই ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে লম্পট আলফাজ তাকে একটি কাচারী ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কমকর্তা মো: রমিজ জাহান জুম্মা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে বুধবার পিরোজপুর আদালতের মাধ্যমে জেলে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।