|
প্রশিক্ষনে ১২জন নারী আরজেএমএফ সদস্য ও পুরুষ ১৫জন আরজেএমএফ সদস্য অংশগ্রহণ করেন
পিরোজপুরের কাউখালীতে অধিকার রেস্ট্রোরেটিভ জাস্টিস ও দ্বন্দ্ব নিরসন বিষয়ক প্রশিক্ষণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে অধিকার, মানবাধিকার, জেন্ডার, পারিবারিক আইন, সালিশ, রেস্ট্রোরেটিভ জাস্টিস ও দ্বন্দ্ব নিরসন বিষয়ক দুই দিন ব্যাপী কাউখালী সদর ইউনিয়নের আরজেএমএফ সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রবিবার (মে ২৮) সকালে নাগরিক উদ্যোগের আয়োজনে কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্প আওতায় প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, এরিয়া কোঅর্ডিনেটর সুপ্রিয় দত্ত। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন-কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আরজেএমএফ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, নুরুজ্জামান খোকন ও মাহফুজা মিলি প্রমুখ। প্রশিক্ষনে ১২জন নারী আরজেএমএফ সদস্য ও পুরুষ ১৫জন আরজেএমএফ সদস্য অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন-নাগরিক উদ্যোগের কাউখালী সদর ইউনিয়নের কমিউনিটি প্যারালিগ্যাল সুমা আক্তার, কর্মসূচী সহকারী শংকর কর্মকার, একাউন্টস এন্ড এ্যাডমিন অফিসার মোঃ আহসানুল হাসান ও এরিয়া কোঅর্ডিনেটর উত্তম কুমার রায়।
Post Views: ০
|
|