Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে বাথরুমের গ্রিল কেটে ইসলামী ব্যাংকে চুরির চেষ্টা, আটক ২ 
Wednesday April 19, 2023 , 11:29 am
Print this E-mail this

দপদপিয়ার জিরোপয়েন্ট এলাকায় গ্রিল কেটে প্রবেশ করার চেষ্টা করেন অভিযুক্তরা

ঝালকাঠিতে বাথরুমের গ্রিল কেটে ইসলামী ব্যাংকে চুরির চেষ্টা, আটক ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ‌জেন্ট ব্যাংকিং শাখায় চুরির করার সময় পুলিশের হাতে দু’জন আটক হয়েছেন। মঙ্গলবার (এ‌প্রিল ১৮) দিবাগত রাত সা‌ড়ে ১১টার দি‌কে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকলে তারা ধৃত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে জিরোপয়েন্টে অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পিছন দিকের জানালার গ্রীল কেটে দুই চোর ভিতরে ঢুকে। বিষয়টি এজেন্ট ব্যাংক মালিক সহিদ খান সিসিটিভিতে বাসায় বসে দেখতে পেয়ে দ্রুত সেখানে আসেন। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের ধৃত করা হয়।

আটককৃতরা হলেন-নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মৃত আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৫০) ও মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানার মৃত দ্বীন মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইউসুফ (৪৮) এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরা সংঘবদ্ধ চোরচক্র তাই এর সাথে আরও কেউ জরিত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।




Archives
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
Image
পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হওয়ার আহ্বান, জাতিসংঘে ড. ইউনূস