Current Bangladesh Time
বুধবার মে ৮, ২০২৪ ১:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে তিন হাজার পাঁচশত পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার 
Friday November 18, 2022 , 6:08 pm
Print this E-mail this

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের

বরিশালে তিন হাজার পাঁচশত পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর হাটখোলা এলাকা থেকে তিন হাজার পাঁচশত পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (নভেম্বর ১৮) রাত থেকে সকাল ৯ ঘটিকা সময় তাকে আটক করে বলে নিশ্চিত করেন, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দীর্ঘদিন ধরে ৬ নং ওয়ার্ড হাটখোলা(চরমোনাই ট্রলার ঘাট) এলাকায় মাদকদ্রব্য (ইয়াবা) ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের বিত্তিতে জানতে পারেন চরমোনাই ট্রলার এলাকার বাসিন্দারা ছালাম হাওলাদারের পুত্র সেন্টু ও রিপন হাওলাদার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ঢাকা থেকে তাদের নিজ বসতঘরে বিক্রির জন্য হেফাজতে রাখা হয়েছে। সেই গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশালের একটি টিম অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ঘর তল্লাশি করে (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেন। এসময় ছালাম হাওলাদারের বড় পুত্র সেন্টু হাওলাদার বিপুল পরিমাণ ইয়াবাসহ পালিয়ে যায়। আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী হলেন-৬ নং ওয়ার্ড হাটখোলা চরমোনাই ট্রলার এলাকার বাসিন্দা (চেইন কপ্পা) ছালাম হাওলাদারের পুত্র রিপন হাওলাদার (৩১) ঝালকাঠি জেলার, পুরাতন কলা বাগান উত্তর কিস্তাকাঠি গ্রাম ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইলিয়াস মৃধার পুত্র মিলন মৃধা (৩২) ও পলাতক আসামী সেন্টু হাওলাদার (৩৫) বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে এস আই খন্দকার জাফর আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।




Archives
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
উপজেলা নির্বাচন : লাইসেন্সধারীরাও অস্ত্র বহন-প্রদর্শন করতে পারবে না
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু