Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বোনকে ইভটিজিং, প্রতিবাদ করায় দুই ভাইকে হাতুড়ি পেটা 
Wednesday November 16, 2022 , 7:12 pm
Print this E-mail this

তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে-ওসি তদন্ত মো: মাজহারুল ইসলাম

বরিশালে বোনকে ইভটিজিং, প্রতিবাদ করায় দুই ভাইকে হাতুড়ি পেটা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় স্কুল শিক্ষার্থী বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করাতে দুইভাইকে গত মঙ্গলবার রাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায়  আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহতের পিতা। স্থানীয় ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও শোকল হাজী এমএ রশিদ মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেনীর ছাত্রী রিয়া মনি ও তার মামাতো বোন ৭ম শ্রেনীর ছাত্রী সাগরিকা আক্তারকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই ইভটিজিং করে আসছিল একই উপজেলার দত্তেরাবাদ গ্রামের কেরামত আলী শিকদারের ছেলে সাব্বির শিকদার (২০), মো: ইয়াসিন (২১) সহ ৬-৭ জনের একটি দল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে রিয়া মনি ও সাগরিকাকে পূণরায় ইভটিজিং করে সাব্বির শিকদার ও ইয়াসিনসহ ৬-৭ জনের একটি দল। রিয়া মনি স্কুল থেকে বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারকে জানালে তার ভাই রাকিব সরদার ও তার মামাতে ভাই সাগর হাওলাদার মঙ্গলবার দুপুরে ইভটিজিং এর ঘটনার কথা সাব্বির শিকদারকে জিজ্ঞাসা করেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের মঙ্গলবার রাত ১০টায় চাউকাঠী গ্রামের কালাম হাওলাদারে দোকানে বসা অবস্থায় ইভটিজার সাব্বির শিকদার ও ইয়াসিনের নেতৃত্বে ৭-৮জনের একটি দল রিফাত ও সাগর হাওলাদারের উপর হামলা চালিয়ে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাগর হাওলাদারের পিতা শাহজাহান হাওলাদার বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে আগৈলঝাড়া থানা ওসি তদন্ত মো: মাজহারুল ইসলাম বলেন, আমারা লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
উপজেলা নির্বাচন : লাইসেন্সধারীরাও অস্ত্র বহন-প্রদর্শন করতে পারবে না
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু