Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে টাকা ফেরত দিয়ে রক্ষা ডায়াগনস্টিক সেন্টার কর্মকর্তার 
Friday September 16, 2022 , 6:49 pm
Print this E-mail this

লিখিত অভিযোগ না দেয়ায় অভিযুক্তকে নিয়মানুযায়ী ছেড়ে দেওয়া হয়েছে

বরিশালে টাকা ফেরত দিয়ে রক্ষা ডায়াগনস্টিক সেন্টার কর্মকর্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চিকিৎসা করাতে গিয়ে প্রতারণার শিকার হওয়া রোগীকে পরীক্ষা-নিরীক্ষার টাকা ফেরত দিয়ে রক্ষা পেয়েছেন বরিশালে এক ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা। শুক্রবার (সেপ্টেম্বর ১৬) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: ছগির হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার (সেপ্টেম্বর ১৫) রাতে আমেনা বেগম নামে এক নারী থানায় এসে শহরের কাকলীর মোড়ের একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই নারীর অভিযোগ, তিনি বরগুনা থেকে যে চিকিৎসকের কাছে এসেছিলেন, তাকে না দেখিয়ে অন্য চিকিৎসকের কাছে পাঠান ডায়াগনস্টিক সেন্টারের লোকজন। সেই সঙ্গে দ্রুততার সঙ্গে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষাও করান। এতে ওই নারীর সন্দেহ হলে তিনি থানা পুলিশের দারস্ত হন। পরিদর্শক ছগির জানান, পরীক্ষা-নিরীক্ষা সঠিক না ভুল, সে বিষয়ে আমরা সিদ্ধান্ত না দিতে পারলেও একজন চিকিৎসকের জায়গায় অন্যজনকে দেখানোয় শুক্রবার সকালে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার শাওনকে থানায় নিয়ে আসা হয়। কিন্তু পরবর্তীতে ওই নারী মামলা করতে রাজি হননি। পরে শাওন ওই নারীর সঙ্গে কথা বলে তাকে ৫ হাজার ৭০০ টাকার মতো ফেরত দিয়েছেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, অভিযোগকারী নারী লিখিত অভিযোগ দিতে না চাওয়ায় শাওনকে নিয়মানুযায়ী ছেড়ে  দেওয়া হয়েছে।




Archives
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভোলার লালমোহন থেকে ৭ বছর বয়সী অপহৃত শিশু উদ্ধার
Image
নির্বাচিত হলে সদর উপজেলার দশটি বিষয়ে আগে গুরুত্ব পাবে – ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন
Image
উন্নয়নের স্বার্থে মোটরসাইকেল মার্কায় ভোট দিন – এসএম জাকির হোসেন
Image
পিরোজপুরের কাউখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃদুল আহম্মেদ সুমনের গনসংযোগ