Current Bangladesh Time
বুধবার মে ৮, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সকল পূজা মন্ডপে নেতাকর্মীদের পাহারা দিতে আবুল হাসানাত আবদুল্লাহ্’র আহ্বান 
Wednesday September 14, 2022 , 4:26 pm
Print this E-mail this

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা

সকল পূজা মন্ডপে নেতাকর্মীদের পাহারা দিতে আবুল হাসানাত আবদুল্লাহ্’র আহ্বান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন শারদীয় দুর্গা পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সকল পূজা মন্ডপ পাহারা দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মন্ত্রী মর্যাদায় আহ্বায়ক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বুধবার সকালে বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় নেতাকর্মীদের এ নির্দেশ দেন তিনি। এসময় আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, সামনে শারদীয় দুর্গা পূজা। সেই পূজা উপলক্ষে আমি আহ্বান করবো কিছু কিছু সাম্প্রদায়িক শক্তি চেষ্টা করতেছে যাতে সাম্প্রদায়িক সম্পৃতিটা নষ্ট হয় সে জন্য তারা চেষ্টা করছে। আমাদের প্রতিটি নেতাকর্মীদের এই সভার মাধ্যমে আমরা আহ্বান করবো যাতে সমস্ত পূজা মন্ডপে আমাদের নেতাকর্মীরা পাহারা দেবেন, থাকবেন, যাতে কোনরকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল জেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ হবে উল্লেখ করে বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজকের বিশেষ বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল জেলায় যাকে মনোনয়ন দিয়েছেন তাকে আমার উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন এবং পৌর সভার মেয়র, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগের সকল পর্যায়ে সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে পরিচিত করার জন্য বর্ধিত সভা করছি। যাতে তৃনমূল পর্যায়ে আমাদের এই দলীয় মনোনয়নকে সামনে জেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করার জন্যই কিন্তু এই বিশেষ বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা? এমন প্রশ্নের উত্তরে আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, এটা আমার একার সিদ্ধান্তে হবে না। দল সিদ্ধান্ত নিবে যে, তাকে কি করবে না করবে। দলীয় সিদ্ধান্তে যা হবে সেটাই করা হবে। এদিকে, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুসের সঞ্চালনায় বর্ধিত সভায় মঞ্চে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড. একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও সাবেক চেয়ারম্যান মো: মইদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন-বরিশাল জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।




Archives
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
উপজেলা নির্বাচন : লাইসেন্সধারীরাও অস্ত্র বহন-প্রদর্শন করতে পারবে না
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু