Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বঙ্গবন্ধুকে অবমাননার দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড 
Monday August 8, 2022 , 10:31 pm
Print this E-mail this

আসামির উপস্থিততে এ রায় ঘোষণা এবং ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন

বরিশালে বঙ্গবন্ধুকে অবমাননার দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁকে অবমাননার মামলায় শফিকুল ইসলাম নামে এক প্রধান শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (আগস্ট ৮) দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামিম আহম্মেদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান বলেন, ‘আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করা হয় এবং আপিল শর্তে তাকে ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে।’ দণ্ডপ্রাপ্ত শফিকুল বরিশাল সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা কমিটির সভাপতি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ মার্চ কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালনকালে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম তাচ্ছিল্যতার সঙ্গে বাম হাত দিয়ে একটি ফুল বঙ্গবন্ধুর ছবির মুখের সামনে ধরেন। এ সময় উপস্থিত লোকজন এর প্রতিবাদ জানায়। এরপর প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে স্কুলের ছাত্র ও অভিভাবকদের স্কুল থেকে বের করে দেন। ওই ঘটনায় ২০১৯ সালের ৩ ডিসেম্বর মামলা দায়ের করেন স্কুলের অভিভাবক সদস্য আব্দুল বারেক।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২