Current Bangladesh Time
রবিবার মে ১২, ২০২৪ ৩:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবৈধভাবে মাটি কাটায় বরিশালে ৫ জন আটক, লাখ টাকা জরিমানা 
Monday August 1, 2022 , 9:04 pm
Print this E-mail this

পাশাপাশি তাদের প্রত্যেকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে

অবৈধভাবে মাটি কাটায় বরিশালে ৫ জন আটক, লাখ টাকা জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জের তুলাতলী নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটায় পাঁচ জনকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অবৈধ কাজ না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে। সোমবার (আগস্ট ১) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো: ইজাজুল হক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন-শাহিন গোলদার (৩০), কবির সানা (৩৫), আসাদ গাজী (৩৫), শহিদুল সরদার (৪৫) ও জিয়ারুল গোলদার (৩০)। জানা গেছে, সরকারি আদেশ অমান্য করে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে তুলাতলী নদী তীরবর্তী এলাকার মাটি কেটে আসছিল। আর মাটি কাটার এ অভিযোগ পেয়ে অভিযানে যায় উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মাটি কাটার সময় ৫ জনকে আটক করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো: ইজাজুল হকের নেতৃত্বাধীন অভিযানিক দল। সহকারী কমিশনার (ভূমি) জানান, আটক ৫ জনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।




Archives
Image
হাওর ভরাট করে আর সড়ক হবে না : শেখ হাসিনা
Image
সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের টাকা দিয়েছেন শামসুজ্জামান : ডিবিপ্রধান
Image
বরিশালে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত
Image
চাকরির প্রলোভনে ঘুষ নেওয়ার অভিযোগ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের নামে মামলা