Current Bangladesh Time
বুধবার মে ৮, ২০২৪ ৭:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাসদ’র পথসভায় ব্যানার নিয়ে টানাহেঁচড়া 
Saturday July 23, 2022 , 4:48 pm
Print this E-mail this

খাল পুনরুদ্ধার ও পুনর্খনন করে অবিলম্বে খাল সংস্কারের দাবি

বরিশালে বাসদ’র পথসভায় ব্যানার নিয়ে টানাহেঁচড়া


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে জলাবদ্ধতা নিরসন, সকল খাল পুনরুদ্ধার ও রাস্তা সংস্কারসহ ৩ দফা দাবি বাস্তবায়নে পথসভা করেছে বাসদ। এ সময় ব্যানার নিয়ে টানাহেঁচড়ার অভিযোগ করেছে বাসদের নেতৃবৃন্দ। শনিবার (জুলাই ২৩) সকাল ১১ টায় নগরীর সাগরদী বাজারের সামনে বাসদ কর্তৃক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা করা হয়। বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী বলেন, বরিশাল নগরীতে ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে নগরীর সকল খাল পুনরুদ্ধারের দাবিতে সাগরদী এলাকায় পথসভা করা হয়। পথসভা শুরুর প্রথমেই এক যুবক বাসদের ব্যানার নিয়ে কাড়াকাড়ি শুরু করে। বাসদের কর্মীদের সঙ্গে যুবকের ধাক্কাধাক্কি হয়। কেন রাস্তার দাবিতে কর্মসূচি হচ্ছে-এটা নিয়ে বাসদের নেতৃবৃন্দকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন তিনি। একপর্যায়ে কর্মীদের প্রতিরোধে পরাস্ত হয়ে ‍ঐ যুবক স্থানত্যাগ করে ও পরে সাগরদি এবং সি এন্ড বি পোলে পথসভা অনুষ্ঠিত হয়। উভয় পথসভায় সভাপতিত্ব করেন বাসদ ২৩ নং ওয়ার্ড শাখার সংগঠক মানিক হাওলাদার। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিসিক এলাকার ব্যাবসায়ী সুগন্ধা এলুমিনিয়াম কারখানার সত্বাধিকারী মোস্তাফিজুর রহমান, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক ২৪ নং ওয়ার্ড শাখার সভাপতি মো: সিরাজুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, রুবেল হাওলাদার, ২৪ নং ওয়ার্ড শাখার সভাপতি আবুল কালাম প্রমুখ। বক্তারা বলেন, গত ৭-৮ বছরে সাগরদী খালের সংস্কার হয়নি। সাগরদী ও রূপাতলী অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে এই খাল সংস্কার অপরিহার্য। খাল পুনরুদ্ধার ও পুনর্খননে ববরাদ্দকৃত অর্থ ব্যয় করে বক্তারা অবিলম্বে খাল সংস্কারের কাজ শুরু করার দাবি জানান। পাশাপাশি সোহরাব হাউজিং, কারবালা সড়ক, টিয়াখালির সকল সড়ক, দরগাবাড়ির রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন বক্তারা।




Archives
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
উপজেলা নির্বাচন : লাইসেন্সধারীরাও অস্ত্র বহন-প্রদর্শন করতে পারবে না
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু