Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাংলা সাহিত্যে স্নাতকোত্তরের সনদ পেলেন মিম 
Thursday July 21, 2022 , 8:56 pm
Print this E-mail this

শিক্ষাজীবন অফিশিয়ালি শেষ হওয়ার দিন আজ-বিদ্যা সিনহা মিম

বাংলা সাহিত্যে স্নাতকোত্তরের সনদ পেলেন মিম


বিনোদন ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বাংলা সাহিত্যে অনার্স-মাস্টার্স শেষ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তনে তার হাতে এই সনদ তুলে দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। বিষয়টি নিয়ে ভীষণ আপ্লুত মিম। মিম বলেন, ‘আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন আজকে। শিক্ষাজীবন অফিশিয়ালি শেষ হওয়ার দিন আজ, আজ আমার কনভোকেশনের দিন। সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স শেষ করি আমি। কনভোকেশনের এই অনুষ্ঠান ২০২০ সালে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির ফলাফল আমরা সবাই জানি। এর পরও বেটার লেট দ্যান নেভার―অবশেষে কনভোকেশন হচ্ছে।’ মিম বলেন, ‘আমি আমার সাউথইস্ট ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই এ রকম একটি আয়োজনের জন্য। ধন্যবাদ জানাই আমার প্রতিটি শিক্ষককে, যারা আমার পড়াশোনা শেষ করতে আমাকে সাহায্য করেছেন। মিডিয়াতে কাজ করে একই সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারটা খুব একটা সহজ নয় অবশ্যই। ধন্যবাদ জানাই আমার সেসব সহপাঠীকে, যারা পড়াশোনা বিষয়ক যেকোনো বিষয় মিস করলেও পরবর্তী সময়ে আমাকে সাহায্য করেছে, যেন আমার জন্য পড়াশোনার পথটা সহজতর হয়। ’




Archives
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে নবজাতককে ফেলে রেখে মা উধাও
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা