Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সিএনজিচালিত যানে ‘গলাকাটা’ ভাড়া আদায়! 
Friday November 19, 2021 , 4:42 pm
Print this E-mail this

যারা ভাড়া বেশি নিচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে

বরিশালে সিএনজিচালিত যানে ‘গলাকাটা’ ভাড়া আদায়!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডিজেলের দাম বাড়লেও বরিশালে কয়েক সপ্তাহ ধরে যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছেন সিএনজিচালিত থ্রি হুইলার চালকরা। যাত্রীদের অভিযোগ, ডিজেলের দাম বাড়ার পরে বাস এবং লঞ্চ ধর্মঘট শেষ হতে না হতেই নগরীতে চলা সিএনজিচালিত থ্রি হুইলারগুলোতে ভাড়া বাড়ানো হয়েছে। কোনো নির্ধারিত ভাড়ার তালিকা না থাকলেও ইচ্ছে মতো ভাড়া নেয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশ বক্সগুলোতে অভিযোগ জানানো হলেও মিলছে না সমাধান। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের আসার উদ্দেশে সিএনজিচালিত থ্রি হুইলারে উঠেন সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলাম। তিনি জানান, লাইন রোডের মুখে নেমে যাওয়ার পর ১০ টাকা ভাড়া দিতে গেলে থ্রি হুইলার চালক ২০ টাকা ভাড়া দাবি করেন। এই নিয়ে টানা ২০ মিনিট চালকের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। তিনি বলেন, তেলের সঙ্গে তো সিএনজির সম্পর্ক নেই। তাহলে তেলের দাম বাড়লে সিএনজির ভাড়া কেন বাড়বে? সিএনজির ওই চালক বলছেন, তেলের দাম বাড়ায় ভাড়া বেশি রাখা হচ্ছে। বুঝলাম ভাড়া বেড়েছে, তাহলে সেটা তো দুই টাকা অথবা চার টাকা বাড়তে পারে। একেবারে দ্বিগুণ ভাড়া কীভাবে হয়? নগরীর গীর্জা মহল্লার বাসিন্দা ইশরাক তালুকদার বলেন, ‘রাত ১১ টার দিকে রুপাতলী যাওয়ার জন্য সিএনজি গাড়িতে উঠলে পৌঁছানোর পর আমার কাছে ৩৫ টাকা ভাড়া চায় ওই সিএনজির চালক। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। ১০থেকে ১৫ টাকার ভাড়া ৩৫ টাকা কীভাবে হলো? চালককে জিজ্ঞাসা করলে বলছে, নতুন তালিকা হয়েছে, মালিক বেশি ভাড়া নিতে বলেছে। তিনি বলেন, ‘আমি একটা দোকানে চাকরি করে কত টাকা আয় করি? বাসা থেকে দোকানে চার বার আপডাউন করতে যদি ২৫-৩০ টাকা খরচ হয় তাহলে মাসে তো আমার বেতনের অর্ধেকই সিএনজির ভাড়া দিতে হবে। এরপর আমি খাবো কী আর বাসার লোকজনকে খাওয়াব কী? ভাড়া বেশি নেওয়ার বিষয়ে মো. জয়নাল নামে এক সিএনজিচালিত থ্রি হুইলার চালক বলেন, তেলের দাম বাড়ার পর মালিক গাড়ির ভাড়া বেশি নিতাছে। যে কারণে আমাদের পোষাতে এই ভাড়া বাড়াতে হয়েছে। ভাড়ার কোনো তালিকা নাই। নেতারা না কইলে তো আর আমরা ভাড়া বেশি নেই না। বরিশাল জেলা থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা বলেন, নগরীতে ভাড়া আগের রেটে যা ছিল সেই রেটেই আছে। তেলের সঙ্গে গ্যাসের কোনো সম্পর্ক নেই। খোঁজ-খবর নিয়ে দেখব, কারা এই ভাড়া বেশি রাখছে। তাদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে। বরিশাল বিআরটিএ’র উপপরিচালক জিয়াউর রহমান বলেন, বরিশালে অতিরিক্ত ভাড়া নেয়ার বিরুদ্ধে শিগগিরই কঠোর পদক্ষেপ নেয়া হবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার তানভীর আরাফাত বলেন, যারা ভাড়া বেশি নিচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মাঠ পর্যায়ে বিষয়টি সম্পর্কে কাজ করা হবে।




Archives
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে নবজাতককে ফেলে রেখে মা উধাও