Current Bangladesh Time
বুধবার মে ৮, ২০২৪ ৬:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশব্যাপি উগ্র-সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ 
Saturday October 23, 2021 , 2:39 pm
Print this E-mail this

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত

দেশব্যাপি উগ্র-সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্ম যার যার রাষ্ট্র সবার এই প্রতিপাদ্য দেশব্যাপি উগ্র সম্প্রদায়িক হামলা, মন্দির বাড়ি-ঘড় লুটপাঠ, ভাংচুর, অগ্নি সংযোগ ও হত্যার প্রতিবাদে প্রতিকি অনশন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (অক্টোবর ২৩) নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বরিশাল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এ্যাড. মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে প্রতিকি অনশন ও বিক্ষোভ সমাবেশে একাত্বতা প্রকাশ করে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, সবার আগে আমরা সবাই মানুষ। ধর্ম আনা হয়েছে মানুষ জাতীতে শান্ত সভ্যতা সৃষ্ট রাখার জন্য। একটি গোষ্ঠি আজ দেশের উন্নয়ন ব্যাহত করার জন্য ধর্মকে সামনে এনে অস্তিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে আমরা এই সাম্প্রদায়িকগোষ্ঠিকে ঐক্যবন্ধভাবে মোকাবেলা করে পরাজিত করব। এসময় সিনিয়র সাংবাদিক ও সমাবেশের সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল বলেন, আমাদের স্বাধীন দেশে আমরা সবাই বাঙ্গালী তারপরেও কেন ধর্মীয় অনুষ্ঠানে মসজিদ, মন্দির প্যাগোডায় প্রশাসন দিয়ে পাহারা দিতে হবে। একটি সাম্প্রদায়িক গোষ্ঠি ধর্মীয় পরিচয় ব্যাবহার করে মন্দিরে হামলা সহ বাড়ি ঘড় ভাংচুর লুটপাঠ সহ অগ্নি সংযোগ করা হচ্ছে। আমাদের সকল ধর্মীয়গোষ্ঠির মধ্যে সাম্প্রদায়িক গোষ্ঠি রয়েছে। এসকল ধর্মীয় সাম্প্রদায়িক চেতনা পরিহার করার আহবান জানান তিনি। তিনি সরকারকে বলেন, বিগত দিনের মত এবারো কোন ধরণের জজ মিয়া নাটক সাজাবেন না। আমরা সুষ্ট তদন্তের মাধ্যমে দোষিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানাই।এর পূর্বে বিক্ষোভ সমাবেশে আরো একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন-বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যাড. একে এম জাহাঙ্গির হোসাইন, জাসদ (ইনু) বরিশাল জেলা সাধারণ সম্পাদক এ্যাড. আঃ হাই মাহাবুব, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা সাধারণ সম্পাদক এ্যাড. হিরন কুমার দাস মিঠু, টিইউসি বরিশাল জেলা সাধারণ সম্পাদক এ্যাড. একে আজাদ, বরিশাল জেলা পূজা উদ্যাপন পরিষদ সাধারণ সম্পাদক মানিক মূখার্জী, মহানগর সভাপতি তমাল মালাকার, ইসকন সাধারণ সম্পাদক বলরাম প্রভূ, ভানু লাল দে, মহিলা পরিষদ সভাপতি রাবেয়া বেগম, সাধারণ সম্পাদক পূস্প রানি সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এর পূর্বে সকাল থেকেই বরিশাল দশ উপজেলা থেকে বিভিন্ন কমিটির ব্যানার প্লেকার্ড হাতে নিয়ে মিছিল সহকারে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা সদররোড সমাবেশস্থলে আসেন। এসময় নগরীর বিভিন্ন সড়কে যানজোট ও জ্যামের সৃষ্টি হলে যান-বাহন নিয়ন্ত্রণ করতে দারুন বেগ পেতে হয়।

পরে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রতিকি অনশনের সভাপতি মানবেন্দ্র বটব্যালকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।




Archives
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
উপজেলা নির্বাচন : লাইসেন্সধারীরাও অস্ত্র বহন-প্রদর্শন করতে পারবে না
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু