Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জানা গেল ইভা রহমানের নতুন স্বামীর পরিচয় 
Monday September 20, 2021 , 8:30 pm
Print this E-mail this

ইভার নতুন স্বামীর নাম সোহেল আরমান, পেশায় তিনি একজন ব্যবসায়ী

জানা গেল ইভা রহমানের নতুন স্বামীর পরিচয়


মুক্তখবর বিনোদন ডেস্ক : এটিএন বাংলা টিভির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের প্রাক্তন স্ত্রী ও গায়িকা ইভা রহমান নতুন করে ঘর বেঁধেছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) খবরটি প্রকাশ্যে আসে। গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছে একাধিক সূত্র।

এদিকে একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, ইভার নতুন স্বামীর নাম সোহেল আরমান। পেশায় তিনি একজন ব্যবসায়ী। বর্তমানে তারা রাজধানীর গুলশানে বসবাস করেন। সূত্রটি আরও নিশ্চিত করেছে যে, মাহফুজুর রহমানের সঙ্গে ইভা রহমানের দাম্পত্য কলহ বেশ কয়েক বছর আগে থেকেই। এ কারণে তারা আলাদা থাকতেন। অবশেষে গত জুন মাসে বিবাহবিচ্ছেদ করেন তারা। গত ১৭ সেপ্টেম্বর ডিভোর্সের সার্টিফিকেট হাতে পান ইভা।

এরপরই সোহেল আরমানকে বিয়ে করেন তিনি। ছোট পরিসরে পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। সোহেলের সঙ্গে ইভার আগে থেকেই পরিচয় ছিল। সেই পরিচয় সূত্রেই তারা সম্পর্কে জড়ান এবং বিয়ে করেছেন। উল্লেখ্য, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন ইভা রহমান। তখনই এর চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। সেই সম্পর্ককে পূর্ণতা দিয়ে তারা বিয়ে করেন। একসঙ্গে তারা গানও করেছিলেন।




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা