Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম’র করোনা ওয়ার্ডে মৃত্যু শূন্যের কোটায় 
Saturday September 4, 2021 , 4:08 pm
Print this E-mail this

করোনা শনাক্তের হার গত কয়েক দিন ধরে ১০ শতাংশ থেকে কিছুটা ওঠানামা করছে

বরিশাল শেবাচিম’র করোনা ওয়ার্ডে মৃত্যু শূন্যের কোটায়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে রোগী মৃত্যুর সংখ্যা শূন্যতে নেমেছে। এতে দীর্ঘ সাড়ে ৩ মাস পর স্বস্তি ফিরেছে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে। এতে খুশি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা। তবে শনিবারও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৭৬ জন। এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার গত কয়েক দিন ধরে ১০ শতাংশ থেকে কিছুটা ওঠানামা করছে। মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা গেছে, শুক্রবার শেবাচিম’র করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৭৯ জন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৮ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় কোনও রোগী মারা যায়নি। গত ঈদুল ফিতরের পরদিন ১৫ মে রোগী মৃত্যু শূন্য ছিল শেবাচিম’র করোনা ওয়ার্ডে। ১৬ মে থেকে মৃত্যু সংখ্যা বাড়তে থাকে। এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ে একদিনে সর্বোচ্চ ২৩ রোগীর মৃত্যু হয়েছিল শেবাচিম’র করোনা ওয়ার্ডে। এক কথায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল শেবাচিমের করোনা ওয়ার্ড। ৩শ’ শয্যার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন সর্বাধিক ৩৫৩ জন রোগী। সাড়ে ৩ মাস পর শনিবার সকাল ৮টা পর্যন্ত সর্বনিম্ন ৭৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন করোনা শেবাচিম’র ওয়ার্ডে। এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যবে গত শুক্রবার রাতে সব শেষ রিপোর্টে ১৯২ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ১৪ ভাগ। এর আগে বৃহস্পতিবারের রিপোর্টে ১১.২৯ ভাগ, বুধবার ৯.৮৮ ভাগ, মঙ্গলবার ১২.১৪ ভাগ, সোমবার ১১.১৭ ভাগ, রবিবার ১৪.২৮ ভাগ, শনিবার ১৭.৮৫ ভাগ এবং শুক্রবার ২০.৭০ ভাগ করোনা শনাক্ত হয়। গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।




Archives
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন
Image
থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
Image
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Image
হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
Image
আলোচিত মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ