Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১ 
Wednesday May 1, 2024 , 7:07 pm
Print this E-mail this

আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাকিল আহমেদ (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা। বুধবার (১ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর বান্দ রোডের মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার। সংবাদ সম্মেলনে তিনি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাকিল আহমেদ প্রধানমন্ত্রী কার্যালয়ের পার্সোনাল অফিসার পরিচয়ে বরিশাল নগরী ও বিভিন্ন জায়গার কয়েকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে গত ২৯ এপ্রিল বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী নগরীর দক্ষিণ আলেকান্দার আব্দুর রহমানের ছেলে তরিকুল ইসলাম অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতারক শাকিলকে গ্ৰেফতারে অভিযান শুরু করে গোয়েন্দা সংস্থা। পরবর্তী সময়ে নগর গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রতারক শাকিলকে মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকার মিরপুরের কাফরুল এলাকা থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসারের একটি ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের আইডি কার্ড জব্দ করা হয়। উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার আরও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার পরিচয়দানকারী শাকিল দীর্ঘদিন ধরেই বরিশাল নগরীর রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু