Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৮:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালটি ডিজিটাল করতে চাই : মেয়র খোকন সেরনিয়াবাত 
Wednesday May 1, 2024 , 9:10 am
Print this E-mail this

আজ মহান শ্রমিক দিবস, শ্রমিকদের প্রতি শ্রদ্ধা রেখে সব জায়গায় পালিত হচ্ছে শ্রমিক দিবস

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালটি ডিজিটাল করতে চাই : মেয়র খোকন সেরনিয়াবাত


সাইফুল শান্ত, অতিথি প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন- আজ মহান শ্রমিক দিবস। শ্রমিকদের প্রতি শ্রদ্ধা রেখে আজ সব জায়গায় পালিত হচ্ছে শ্রমিক দিবস। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে যারা দায়িত্বশীল আছেন তারা সঠিকভাবে কাজ করবেন। আমি এই টার্মিনালটি ডিজিটাল করতে চাই। শ্রমিকের জন্য একটা ফান্ড তৈরি করে তাদের চাহিদা কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করবো। আমার বরিশালবাসী যে অবহেলিত আছে সেটা আর থাকবে না। আমি আমার কাজ শুরু করে দিয়েছি এবং সকল বিষয় খোঁজ রাখছি। আপনারা যে সন্মান মর্যাদা দিয়েছেন আমি তা রাখার চেষ্টা করবো। বুধবার (১ মে) ৪ টার দিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে মহান মে দিবসে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিবহন (বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস) শ্রমিক ইউনিয়নের সমাবেশ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন-বরিশাল মহানগর ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান বাস মালিক সমিতির সভাপতি অসিম দেওয়ান, সাধারন সম্পাদক কিশোর কুমার দে, বরিশাল মৎস্যজীবী লীগের সভাপতি খান হাবিব, বিসিসির প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব, বিসিসির প্যানেল মেয়র কহিনুর বেগম, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দোহা আবিদ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদ আহমেদ মান্না, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইমরান হোসেন মোল্লা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রাশিক আহম্মেদ, এয়ারপোর্ট থানার ওসি মাসুদ আলম চৌধুরী, ওসি (তদন্ত) এম লোকমান হোসেন, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মসিউর রহমান সোহেল ও ২৯ নং ওয়ার্ড সাবেক ছাত্রলীগের নেতা এইচ এম রিমনসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, দেশ স্বাধীনের জন্য শ্রমিকদের গুরুত্ব রয়েছে অনেক। শ্রমিকের ঘাম ঝরানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিৎ। যে কারনে এই শ্রমিকরা আন্দোলন করছেন সেই দিকগুলো লক্ষ্য রেখে তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়ার জন্য আবেদন করেছেন। প্যানেল মেয়র কহিনুর বলেন, শ্রমিক নেতা অসিম দেওয়ানের নেতৃত্বে বরিশালের শ্রমিকদের নায্য অধিকার দিয়ে থাকবে বলে মনে করেন। শ্রমিকদের উপর শ্রদ্ধা রেখে বাস মালিক সমিতির সভাপতি অসিম দেওয়ান বলেন, এই দিনে পুলিশের হাতে গুলি বৃদ্ধ হয়ে যারা মারা গেছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সুখে দুঃখে শ্রমিকদের সাথে থাকার অঙ্গীকার করছি।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু