Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ১৫ দফা দাবিতে বরিশালে ৯ শ্রমিক সংগঠনের বিক্ষোভ সমাবেশ 
Friday September 3, 2021 , 2:25 pm
Print this E-mail this

বিক্ষোভ সমাবেশ শেষে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নগরের লাল পতাকা মিছিল বের করে

১৫ দফা দাবিতে বরিশালে ৯ শ্রমিক সংগঠনের বিক্ষোভ সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, বেকার শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক-কর্মচারীদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানের ফি মওকুফ এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানসহ ১৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (সেপ্টেম্বর ৩) সকাল ১০ টায় নগরের নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মহানগর দোকান কর্মচারি ইউনিয়ন সহ ৯টি শ্রমিক ইউনিয়ন সংগঠন এই কর্মসূচীর আয়োজন করে। বরিশাল মহানগর দোকান-কর্মচারি ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর গণফোরাম সভাপতি এ্যাডভোকেট হিরন কুমার দাশ মিঠু, বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দের সভাপতি এ্যাডভোকেট এ কে আজাদ, নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মাস্টার আবুল হাসেম, শ্রমিক নেতা আখতার হোসেন, শ্রমিক নেতা জাহাঙ্গির হোসেন মুকুল, আবুল বাসার আকন, তুষার সেন প্রমুখ। এসময় বক্তারা তাদের ১৫ দফা দাবী মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান। অণ্যথায় দীর্ঘ লকডাউন শেষে অসহায় হয়ে পড়া শ্রমিকদের সামনে জীবন টেনে নিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হবে বলে জানান তারা। বিক্ষোভ সমাবেশ শেষে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নগরের লাল পতাকা মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




Archives
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন
Image
থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
Image
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Image
হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
Image
আলোচিত মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ