Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা 
Thursday July 8, 2021 , 5:20 pm
Print this E-mail this

কঠোর লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্ট বিট অফিসারদেরকে নির্দেশ

বিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৃহস্পতিবার (জুলাই ৮) বেলা  ২:৩০-এ বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার’র সভাপতিত্বে বিএমপি’র এক মাসিক অপরাধ পর্যালোচনা সভা জুন-২০২১ অনুষ্ঠিত হয়।সভার শুরুতেই সভাপতি বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখার প্রয়াসে বিএমপি’র চলমান সকল কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি মহানগরীর প্রতিটি এলাকা বিশেষ করে পাড়া-মহল্লা, অলি-গলিতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি পালন ও কঠোর লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্ট বিট অফিসারদেরকে নির্দেশ প্রদান করেন। এসময় বিগত মাসের অর্থাৎ জুন-২০২১ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে তাহার পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক খাতওয়ারী অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালোচনা করে সভাপতি আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

সহকারী পুলিশ কমিশনার ক্রাইম নাসরিন জাহান’র সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর ও গোয়েন্দা শাখা মোঃ মনজুর রহমান পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খাঁন মোহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ রাসেল সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।




Archives
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু
Image
ভোলার লালমোহন থেকে ৭ বছর বয়সী অপহৃত শিশু উদ্ধার
Image
নির্বাচিত হলে সদর উপজেলার দশটি বিষয়ে আগে গুরুত্ব পাবে – ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন