Current Bangladesh Time
বুধবার মে ৮, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা অমান্য করায় বরিশালে ১১ জনকে ৭ হাজার টাকা জরিমানা 
Friday July 2, 2021 , 6:50 pm
Print this E-mail this

নগরীর প্রবেশদ্বারগুলোসহ নগরীর অভ্যন্তরে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, লকডাউন কার্যকর করতে নিয়মিত টহল

স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা অমান্য করায় বরিশালে ১১ জনকে ৭ হাজার টাকা জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জরুরি পণ্য ছাড়া বেশিরভাগ দোকানপাট বন্ধ। বন্ধ রয়েছে দূরপাল্লা ও স্থানীয় রুটের লঞ্চ-বাস। নগরীর অভ্যন্তরে পায়ে চালিত কিছু রিকসা চলাচল করলেও অন্যান্য গনপরিবহন বন্ধ। করোনা সংক্রমণ রোধে বরিশালে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সড়ক অনেকটাই ফাঁকা দেখা গেছে। শুক্রবার (২ জুলাই) সকাল থেকেই বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা অমান্য করায় ১১ জনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা সহ মাস্ক বিতরণ করা হয়। এদিকে লকডাউন মানাতে স্বাস্থ্যবিধির প্রচারণা নিয়ে সকালে বরিশাল নগরে র‌্যালি করেছে পুলিশ। সেই সঙ্গে জুমার নামাজের খুতবার পূর্বে বরিশাল মেট্রোপলিটন এলাকার ৩৭০টি মসজিদে স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচতেনতামূলক বক্তব্য দেন করেন পুলিশ সদস্যরা। এরআগে সকালে বাজারগুলোতে কিছুটা ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যায়। তবে বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কোনো নজরদারি ছিল না। আবার বাজারগুলোকেও খোলা জায়গায় নেয়া হয়নি, তাই সকালে বাজারগুলোতে যথারীতি আগের মতোই ভিড় ছিল। এছাড়া সড়কে রিকশা, মোটরসাইকেল ছাড়া তেমন কোনো যানবাহন চলতে দেখা যায়নি। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, লকডাউন কার্যকর করতে সকাল এবং বিকেল দুই ভাগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। যারা লকডাউন অমান্য করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি আমরা। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, বরিশাল নগরীর প্রবেশদ্বারগুলোসহ নগরীর অভ্যন্তরে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউন কার্যকর করতে নিয়মিত টহল দেওয়া হচ্ছে।




Archives
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
উপজেলা নির্বাচন : লাইসেন্সধারীরাও অস্ত্র বহন-প্রদর্শন করতে পারবে না
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু