প্রচ্ছদ » স্লাইডার নিউজ » মাস্ক কেনার অর্থ না থাকায় মুখে বাবুই পাখির বাসা বেঁধে সরকারি অফিসে পশুপালক
Friday April 23, 2021 , 9:49 pm
মাস্ক না পরে রাস্তায় বের হলে ১০০০ রুপি জরিমানা, তাই মুখে বাবুই পাখির বাসা বেঁধে বের হন তিনি
মাস্ক কেনার অর্থ না থাকায় মুখে বাবুই পাখির বাসা বেঁধে সরকারি অফিসে পশুপালক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাস্ক কেনার অর্থ না থাকায় ভারতের তেলঙ্গনার এক পশুপালক সরকারি অফিসে চলে গেলেন মুখে বাবুই পাখির বাসা বেঁধে। বাবুই পাখির বাসা পরিহিত ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই সঙ্গে দাবি ওঠেছে, যাঁরা মাস্ক কিনতে অসমর্থ, তাঁদের জন্য সরকারি অফিসে মাস্কের ব্যবস্থা রাখা হোক। ভারতজুড়ে করোনার সংক্রমণ বাড়ায় নিয়মবিধি কঠোর হয়েছে প্রায় সব রাজ্যেই। তেলঙ্গনাতে মাস্ক না পরে রাস্তায় বের হলে ১০০০ রুপি জরিমানা। তাই তিনি মুখে বাবুই পাখির বাসা বেঁধে বের হন। মেহবুবনগর জেলার চিন্নামুনুগাল এলাকার বাসিন্দা মেকালা কুরমাইয়া অতি দরিদ্র এক পশুপালক। মাস্ক কেনার অর্থ নেই তাঁর। কিন্তু মাস্ক ছাড়া সরকারি অফিসে ঢুকতে দেওয়া হবে না তা জানেন মেকালা। তাই নিজেই বানালেন মাস্ক। ঠিক বানানো নয়, বাবুই পাখির বাসা মুখে লাগিয়ে যান তিনি।