Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় ৪ বছরের শিশু সন্তানকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার 
Saturday October 24, 2020 , 9:33 pm
Print this E-mail this

আমার স্বামীর এমন ধারাবাহিক অনৈতিক ও পৈশাচিক কর্মকাণ্ডে আমি নিজেও লজ্জিত ও বিব্রত ছিলাম

বরগুনায় ৪ বছরের শিশু সন্তানকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার সদর উপজেলার ফুলঢলুয়া গ্রামের শিশু সন্তানকে ধর্ষণ অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ মাসের অধিক সময় ধরে মেয়েকে রীতিমত যৌন নির্যাতন চালিয়ে আসছিল রফিক ওরফে মিলন নামের এই ব্যক্তি। সর্বশেষ গতকাল শুক্রবার রাতে সে আবারও মেয়েকে ধর্ষণ করে। এই বিষয়টি তার স্ত্রী শিশুটির মা থানায় অবহিত করলে পুলিশ গিয়ে রফিককে গ্রেপ্তার করে। রাতেই এই ঘটনায় একটি মামলা করেছেন ভুক্তভোগী শিশুর মা। রফিক বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া গ্রামের মরহুম আবদুল খালেকের ছেলে। মামলার বাদী ও ভুক্তভোগী শিশুর মা সাংবাদিকদের বলেন, ‘গত দুই মাসেরও বেশি সময় ধরে আমার চার বছরের মেয়ের সঙ্গে আমার স্বামী প্রায়ই পাশবিক আচরণ করতো। আমি তাকে নিষেধ করলেও তিনি এ নির্যাতন বন্ধ করেননি। আর বিষয়টি লোকলজ্জার ভয়ে কাউকে বলতেও পারিনি। আমার স্বামীর এমন ধারাবাহিক অনৈতিক ও পৈশাচিক কর্মকাণ্ডে আমি নিজেও লজ্জিত ও বিব্রত ছিলাম।’ তিনি আরও বলেন, শুক্রবার রাতে আমার স্বামী আবারও আমার শিশুকন্যার সঙ্গে পাশবিক আচরণের পাশাপাশি নির্যাতন করেন। তাই আমার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি মামলা করেছি। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘নিজের শিশু কন্যাকে পাশবিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হলে আসামি রফিক ওরফে মিলনকে আমরা গ্রেপ্তার করি। তাকে আজ আদালতে হাজির করা হবে।’




Archives
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ