মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি আলু বোঝাই ট্রাক খাঁদে পড়ে গেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিপুল পরিমান আলু ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানাগেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন নতুন আবাসিক এলাকার সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শ্রমিক নেতা শহিদুল ইসলাম টিটু জানান, রাজশাহী থেকে একটি ট্রাক আলু বোঝাই করে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলো। ট্রাকটি রূপাতলী বাস টার্মিনাল অতিক্রম কালে বরিশাল-পটুয়াখালী মহাসড়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে লেকের মধ্যে উল্টে পড়ে যায়। সতর্কতার কারণে চালক এবং হেলপার প্রানে বেঁচে গেলেও ভেতরে থাকা বিপুল সংখ্যক আলু ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবী করেছেন সংশ্লিষ্টরা।