Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা 
Friday September 4, 2020 , 9:05 am
Print this E-mail this

নির্যাতনের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ

ভোলায় কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামুন হাওলাদার নামে এক ইউনিয়ন ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। বুধবার রাতে ধর্ষণের শিকার ওই তরুণী নিজেই বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় এ মামলা করেন। অভিযুক্ত মামুন হাওলাদার ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি। বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী ওই তরুণী তিন মাস আগে খালার বাড়ি সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বেড়াতে আসেন। এ সময় মামুন হাওলাদারের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। ভিকটিমের খালা জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩০ আগস্ট দেখা করার কথা বলে এক প্রতিবেশীর বাড়িতে নিয়ে তার ভাগ্নীকে ধর্ষণ করেন মামুন। লজ্জা ও ভয়ে প্রথমে তা সে তা গোপন রাখে। কিন্তু গত ১ সেপ্টেম্বর মধ্যরাতে তার ঘরে ঢুকে মামুন আবারও জোরপূর্বক তার ভাগ্নীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তরুণীর খালা টের পয়ে এগিয়ে এলে অভিযুক্ত মামুন পালিয়ে যান। ভিকটিমের খালা আরও জানান, ওই ঘটনার পরদিন অর্থাৎ বুধবার তারা প্রথমে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করতে যান। পরে ওই কেন্দ্রের কর্মকর্তার পরামর্শ অনুযায়ী রাতেই সদর থানায় তার ভাগ্নী বাদী হয়ে মামুনকে একমাত্র আসামি করে মামলা করে। এদিকে মামলা দায়ের পর থেকেই অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) মো: এনায়েত হোসেন।




Archives
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
Image
পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হওয়ার আহ্বান, জাতিসংঘে ড. ইউনূস