Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় ইয়াবাসহ যুবলীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার 
Wednesday September 2, 2020 , 8:34 pm
Print this E-mail this

মাদক থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা

বরগুনায় ইয়াবাসহ যুবলীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের যুবলীগের সভাপতি আবু সালেহকে ইয়াবাসহ আটক করেছে বাবুগঞ্জ ফাঁড়ি পুলিশ। স্থানীয়ভাবে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে নলটোনা ইউনিয়নের শিয়ালিয়া গ্রামে এএসআই হাবিবুল হাসান সোহেলের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ছয় পিস ইয়াবাসহ হাতেনাতে ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সালেহ ও ইয়াবা কারবারি বাদলকে আটক করে। এ বিষয়ে বাবুগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রনজিত কুমার সরকার বলেন, আবু সালেহ ও বাদলকে ছয় পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আমরা মামলা করে সদর থানায় আসামিদেরকে প্রেরণ করেছি। এর আগেও আবু সালেহর বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, বাবুগঞ্জ তদন্ত কেন্দ্র থেকে দুই ইয়াবা কারবারিকে সদর থানায় হস্তান্তর করেছে। তাদের নামে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বরগুনায় দিন দিন মাদকের জমজমাট কারবার বেড়েই চলছে। যাদেরকে পুলিশ গ্রেফতার করে তারা আইনের ফাঁক-ফোকর দিয়ে দ্রুতই বেরিয়ে এসে পূণরায় মাদক কারবারে জোড়ালোভাবে নেমে যায়। এতে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে বরগুনার যুবসমাজ। মাদক থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।




Archives
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ