Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাংলাদেশের শিক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু পরামর্শ-মো: সূরুয্যামান 
Friday August 28, 2020 , 10:09 pm
Print this E-mail this

বাংলাদেশের শিক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু পরামর্শ-মো: সূরুয্যামান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের শিক্ষা কার্যক্রম নিয়ে সরকার খুবই সহনশীল। শুনা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আরও কিছু দিন সাধারণ ছুটি বৃদ্ধি করার চিন্তা ভাবনা করছেন সরকার বাহাদুর। এতদ্বিষয়ে আমার একটি সুদূরপ্রসারি প্রস্তাব শিক্ষার্থীদের স্বার্থে সরকারের কাছে পেশ করছি। আশা করি, সরকার বাহাদুর বিষয়টি সহানুভূতির সহিত আলোচনা ও পর্যালোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। নীচে তার ফর্মূলা দেওয়া হলো :— শিক্ষা প্রতিষ্ঠান যদি ১ অক্টোবর বা ১ নভেম্বর/২০২০ স্কুল খোলার ব্যবস্থা নেওয়া হয় তবে এই শিক্ষা বর্ষটি আরও ছয় মাস বাড়িয়ে মোট ১৮ মাস করা যাবে কিনা ? অর্থাত্ ১ জানুয়ারি/২০২০ তারিখ থেকে ৩০ জুন/২০২১ একুনে ১৮ মাস। এই বাড়তি ছয় মাস যথারীতি ক্লাস চালিয়ে মে/২০২১ মাঝামাঝি সংক্ষিপ্ত আকারে প্রতি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া যেতে পারে। এইতো গেলো এক শিক্ষা বর্ষ। পরের দুইটি শ্রেণী প্রতিটি নয় মাস ধরে শিক্ষা বর্ষ নেওয়া গেলে আমার মনে হয় কোন সমস্যা-ই হবে না। উদাহরণ স্বরূপ বলা যায়, তদানীন্তন পাকিস্তান সরকার সারা দেশে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষা বর্ষ ব্যবস্থা কলেজ লেভেল পর্যায়ে নিয়ে যাওয়ার (জুলাই—-জুন ) সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত উহা হঠাৎই বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন ডিসেম্বর মাস বা জানুয়ারী শেষ পর্যায়ে এসে ১৮ মাসে এই শিক্ষা বর্ষ সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হলো। সেই সনটি ছিল ১৯৬০ থেকে ১৯৬২ সাল। এই বছরের প্রথমটি ১৮ মাস , পরের দুইটি নয় মাস ধরে শিক্ষা বর্ষ সমাপ্ত হলো। আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম। এহেন এই পরিস্থিতি মোকাবিলা করার এ পদ্ধতিতে অগ্রসর হওয়া যাবে কিনা বিবেচনা করা যেতে পারে। এটি কোনো সরকারের উপর চাপ সৃষ্টি নয়। সাধারণ নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সরকারের কাছে আবেদন করছি।

বিনীত নিবেদক,
মো: সূরুয্যামান,
সাবেক শিল্পকলা শিক্ষক, বরিশাল জিলা স্কুল ও
অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, আই ই টি সরকারী হাই স্কুল, নারায়ণগঞ্জ।
স্থান :– নারায়ণগঞ্জ,
তারিখ :– ২৭/০৮/২০২০ ইং।
সূত্র : ফেইসবুক-মো: সূরুয্যামান




Archives
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন
Image
থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
Image
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Image
হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
Image
আলোচিত মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ